বিমানযাত্রীদের জন্য দুঃসংবাদ, বাড়তে চলেছে যাতায়াতের খরচ
বিমানযাত্রীদের জন্য অবশ্যই এল এক দুঃসংবাদ। আরও খরচ বাড়তে চলেছে আকাশপথে গন্তব্যে পৌঁছনোর। সে বিশ্বের যে কোনও প্রান্তে যাওয়ার ক্ষেত্রেই প্রযোজ্য।
বিমানযাত্রীর সংখ্যা বিশ্বজুড়েই বেড়েছে। আগামী দিনে আরও বাড়তে চলেছে। এজন্য এখন ভারত বলেই নয়, বিভিন্ন দেশেই নতুন নতুন বিমান সংস্থা তৈরি হচ্ছে।
ভারতে এক সময় প্রধানত ধনী বা কোনও সংস্থার প্রধান বা উচ্চপদস্থ কর্মী, রাজনৈতিক দলের নেতারা বিমানে যাত্রা করতেন। এখন সেই ছবি বদলেছে। এখন অনেক সাধারণ মানুষও বেড়ানো থেকে অন্য কাজে এক শহর থেকে অন্য শহরে পৌঁছতে বিমান যাত্রাকে বেছে নেন।
তবে এই বিমান যাত্রার খরচ কিন্তু বাড়ছে। আর তা যে ঠেকানোর উপায় নেই তা পরিস্কার করে দিয়েছে আন্তর্জাতিক এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন।
তারা জানিয়েছে বিশ্বজুড়েই বিমান যাত্রার খরচ বাড়ছে। ফলে বিমানে যাত্রা করতে গেলে অতিরিক্ত ব্যয়ভার বহন করার জন্য যাত্রীদের তৈরি থাকতে হবে।
এই পরিস্থিতি তৈরি হল কেন? সংগঠন জানাচ্ছে বিমানের ভাড়া বাড়তে চলেছে। আর তার কারণ জ্বালানির খরচ বৃদ্ধি। জ্বালানির খরচ বাড়ছে কারণ আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ছে। আর তার কারণ গত আড়াই বছর ধরে চলা ব্যাধি পরিস্থিতি এবং যুদ্ধ।
এই জোড়া কারণে বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে। বাড়ছে বিমানের জ্বালানির খরচ। যার বোঝা কিন্তু যাত্রীদের ঘাড়েই এসে পড়তে চলেছে বলে স্পষ্ট করে দিয়েছে আন্তর্জাতিক এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন। আপাতত তাই তৈরি থাকতে হবে আকাশপথে গন্তব্যে পৌঁছনোর বাড়তি খরচের জন্য। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা