চালের বাড়তে থাকা দামে লাগাম দিতে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র
চালের দাম উর্ধ্বমুখী। সেই দাম আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। তাই চালের দামে লাগাম দিতে বড় পদক্ষেপ করল কেন্দ্র।
চালের দাম বাড়ছে। গত কয়েক মাসে সে আঁচ পাওয়া গেছে। এখনও সেই দাম বৃদ্ধি অব্যাহত। এই পরিস্থিতিতে আরও বড় ধাক্কা আবহাওয়া। ভারতে চালের যোগান যে রাজ্যগুলি দিচ্ছে তারমধ্যে পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ রয়েছে।
এই ৩ রাজ্যেই এ বছর বৃষ্টি স্বাভাবিকের চেয়ে কম হয়েছে। প্রতিটি রাজ্যেই কিছু কিছু জায়গায় প্রচুর বৃষ্টি হলেও রাজ্য জুড়ে বৃষ্টি কম হয়েছে। আর ধান চাষে স্বাভাবিক বৃষ্টিপাত অত্যন্ত জরুরি।
ধান রোপণও যে কারণে এবার বৃষ্টির অপেক্ষায় থাকতে থাকতে পিছিয়ে গেছে। এই অবস্থায় এবার এই রাজ্যগুলিতে ধানের উৎপাদন বড় ধাক্কা খাবে বলেই আশঙ্কা করা হচ্ছে।
আর তার প্রভাব সরাসরি বাজারের ওপর পড়বে। দাম বাড়বে চালের। তাই চালের দামে লাগাম দিতে বড় পদক্ষেপ করল কেন্দ্র।
ভাঙা চালের রফতানিতে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্র। ভারত থেকে এখন আর ভাঙা চাল বিদেশে যাবেনা। তবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময়ের মধ্যে রফতানির জন্য যেসব জাহাজে ভাঙা চাল তুলে দেওয়া হয়েছে বা রফতানির অর্ডার বিল পাশ হয়ে গেছে, সেগুলিকে এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে। আগামী দিনে আর কোনও ভাঙা চাল পাঠানো যাবেনা।
ভাঙা চালের রফতানিতে নিষেধাজ্ঞা জারি হওয়ার পাশাপাশি বেশ কিছু চালের ধরনের রফতানির ওপর অতিরিক্ত কর বসিয়ে দিয়েছে কেন্দ্র। ২০ শতাংশ অতিরিক্ত রফতানি কর বসানো হয়েছে। এভাবে চালের রফতানিতে রাশ টেনে কেন্দ্র দেশে চালের দামে লাগাম দেওয়ার চেষ্টা করছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা