Business

পুজোর মুখে বাড়তি খুশি, বাড়ল ৪ শতাংশ ডিএ

পুজোর মুখেই এল খুশির খবর। একদম তৃতীয়ার দিন খবর এল। ৪ শতাংশ ডিএ বৃদ্ধি নিশ্চিত হওয়ায় বেজায় খুশি কর্মী থেকে পেনশন প্রাপকরা।

পুজোর মুখে বয়ে এল খুশির খবর। কর্মচারিদের জন্য ৪ শতাংশ ডিএ বা মহার্ঘভাতা বৃদ্ধিতে সবুজ সংকেত দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে এই ডিএ বৃদ্ধি নিশ্চিত হয়।

১ জুলাই থেকে এই ডিএ বৃদ্ধি কার্যকর হবে। ফলে জুলাই থেকে বাড়তি টাকা এরিয়ার হিসাবে পেয়ে যাবেন কর্মীরা। সেই সঙ্গে মাইনেতে আরও ৪ শতাংশ বাড়তি ডিএ যুক্ত হল। বাড়ল মাইনের মোট অঙ্ক।


এই সিদ্ধান্তের ফলে উপকৃত হলেন ৪৭ লক্ষ ৬৮ হাজার কেন্দ্রীয় সরকারি কর্মচারি। মুখে হাসি ফুটেছে পেনশন প্রাপকদেরও। ৬৮ লক্ষ ৬২ হাজার পেনশন প্রাপকও ডিএ বৃদ্ধির সুবিধা পেতে চলেছেন। কেন্দ্রীয় সরকার আরও ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করায় এখন কেন্দ্রের ডিএ বেড়ে হল ৩৮ শতাংশ।

পুজোর মুখে যখন কেন্দ্রীয় সরকার তাদের কর্মীদের মুখে হাসি ফোটাল তখন রাজ্য সরকারি কর্মীরা ডিএ নিয়ে সেই অন্ধকারেই। আদালতের নির্দেশের পরেও রাজ্যসরকার ঠিক কী করবে তা তাঁরা বুঝে উঠতে পারছেন না।


এদিকে এদিন কেন্দ্রীয় সরকার ডিএ বৃদ্ধির পর রাজ্য সরকারি কর্মচারিদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের ডিএ-র ফারাক আরও বাড়ল। রাজ্য সরকারি কর্মীদের ৩১ শতাংশ ডিএ-র দাবিকে হাইকোর্টও মান্যতা দিয়েছে। কিন্তু তারপরেও রাজ্যসরকার ডিএ প্রদানে উদ্যোগী না হলে তাঁরা যে আন্দোলনের মাত্রা চড়াবেন তা আগেই জানিয়ে রেখেছেন রাজ্য সরকারি কর্মচারিরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button