পিপিএফে সুদ বাড়াল কেন্দ্র। ৭.৬ শতাংশ এখন সুদ পান গ্রাহকরা। আগামী অক্টোবর থেকে ডিসেম্বরের ত্রৈমাসিকে তা বেড়ে হচ্ছে ৮ শতাংশ। অর্থাৎ এক ধাক্কায় ০.৪ শতাংশ সুদ বৃদ্ধি করল কেন্দ্র। এই হারেই সুদ বেড়েছে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট বা এনএসসি-তে। এনএসসিতে এখন সুদের হার ৭.৬ শতাংশ। তা বেড়ে হচ্ছে ৮ শতাংশ।
এছাড়াও বিভিন্ন স্বল্প সঞ্চয়ে সুদের হার ২০১৮-১৯ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে বাড়ছে। ১ বছর থেকে শুরু করে ৫ বছর পর্যন্ত টার্ম ডিপোজিট, রেকারিং ডিপোজিট ও ৫ বছরের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমেও সুদের হার বাড়ছে। এছাড়া কিষান বিকাশ পত্রের ক্ষেত্রে ম্যাচিওরিটির সময় কমছে। সুদ বাড়ছে। কন্যা সন্তানদের জন্য সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট স্কিমেও সুদের হার ৮.১ থেকে বেড়ে হচ্ছে ৮.৫। তৃতীয় ত্রৈমাসিকে অধিকাংশ ক্ষেত্রেই সুদের হার বৃদ্ধি হচ্ছে ০.৪ শতাংশ হারে। উৎসবের মুখে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে এই সুখবরের কথা জানানো হয়েছে।