ফের দুধের দাম বাড়াল মাদার ডেয়ারি, গত ৫ মাসে ৪ বার বাড়ল দাম
দুধ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মধ্যেই পড়ে। সেই দুধের দাম লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে। মাদার ডেয়ারি গত ৫ মাসে ৪ বার দুধের দাম বাড়াল।
অনেকেই বলছেন আর কতবার বাড়বে দুধের দাম? দাম কোথায় গিয়ে ঠেকবে? অনেকে তো বলছেন তার চেয়ে একবারেই যে দামটা করতে চায় করে দিক। তাতে অন্তত দামটা পরিস্কার হবে।
প্রতি মাসে মাসে এভাবে দাম বাড়ানোর চেয়ে সেটা ভাল। এটা তো সাধারণ মানুষের বক্তব্য। তবে মাদার ডেয়ারি কিন্তু দিল্লি ও এনসিআর অঞ্চলে গত ৫ মাসে ৪ বার দুধের দাম বাড়াল। লিটারে ২ টাকা করে দাম বৃদ্ধি করেছে সংস্থা। চলতি বছরে ৫ বার বাড়ল দুধের দাম।
এবার যে ধরনের দুধের প্যাকেটের দাম সংস্থা বাড়াল তার মধ্যে রয়েছে ফুল ক্রিম মিল্ক। যার ১ লিটারের দাম হচ্ছে ৬৬ টাকা।
টোনড মিল্কের দাম লিটার প্রতি হচ্ছে ৫৩ টাকা। ডবল টোনড দুধের দাম ৪৫ টাকা লিটার থেকে বেড়ে হল ৪৭ টাকা লিটার।
তবে সংস্থা গরুর দুধের প্যাকাটের দাম বাড়াচ্ছে না। বাড়াচ্ছে না পাইকারি হারে যে দুধ বিক্রি করা হয় তার দামও। তবে এই দাম বৃদ্ধি মধ্যবিত্তের পকেটে টান ফেলবে। অগাস্ট, অক্টোবর, নভেম্বর গত ৩ মাসে ধাপে ধাপে দাম বাড়ার পর এবার ডিসেম্বরেও বাড়ল দাম।
সংস্থার তরফে এই দাম বৃদ্ধির কারণ হিসাবে উৎপাদন খরচ বৃদ্ধিকেই সামনে রাখা হয়েছে। তবে কারণ যাই হোক, মধ্যবিত্তের ওপর চাপ বছর শেষে ফের বাড়ল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা