মোবাইল গ্রাহকদের মন খারাপ করতে চলেছে নতুন বছর
মোবাইল ফোন এখন জীবনের অঙ্গ হয়ে উঠেছে। সেই মোবাইল ফোনের কোটি কোটি গ্রাহকদের কিন্তু মন খারাপ হতে চলেছে নতুন বছরে। ইঙ্গিত তেমনই।
মোবাইল ছাড়া এখন একটা দিনও চলা প্রায় অসম্ভব হয়ে উঠেছে অধিকাংশ মানুষের। যোগাযোগে যে সুবিধার স্বাদ মোবাইল ফোন অভ্যাস করিয়ে দিয়েছে তা থেকে বার হওয়া প্রায় অসম্ভব। ফলে মোবাইল ফোনটি পকেটে রাখতেই হয়।
এজন্য এক তো লাগে একটি ফোন। যা এখন অধিকাংশ ক্ষেত্রেই স্মার্টফোন। আর লাগে রিচার্জ। প্রয়োজন মত রিচার্জ করতে হয়। নাহলে ফোন স্তব্ধ হয়ে যাবে।
এই রিচার্জের পিছনে মাসিক একটি খরচ কিন্তু দৈনন্দিন এবং নিত্যপ্রয়োজনীয় হিসাবে মাসিক বাজেটে ধরে রাখেন সকলে। বিশেষত তাঁরা যাঁদের সীমিত রোজগারে মাসের বাজেট স্থির করতে হয়। এবার সেখানেই ধাক্কা আসতে চলেছে। বিএনপি পরিবা সিকিউরিটিজ সেই ইঙ্গিতই দিয়েছে।
রিপোর্ট বলছে, নতুন বছরে মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি ৪জি পরিষেবার ক্ষেত্রে গ্রাহকদের ওপর বোঝা বাড়াতে চলেছে। অর্থাৎ রিচার্জ খরচ বাড়তে চলেছে।
অন্যদিকে তারা ৫জি পরিষেবাকে গতিও দিতে চাইছে নতুন বছরে। ২০২৩ সালে তাই তারা ৫জি পরিষেবা নিলে সেক্ষেত্রে গ্রাহকদের কম খরচে অনেক ডেটা দেওয়ার কথা ভাবনা চিন্তা করছে।
আবার ৫জি পরিষেবা নিলেই হল না, সেক্ষেত্রে ফোনটিও ৫জি হতে হবে। বিএনপি পরিবা ইঙ্গিত দিচ্ছে যে সেকথা মাথায় রেখে কম দামে ৫জি হ্যান্ডসেট আনতে পারে জিও। যা গ্রাহকদের ৫জি হ্যান্ডসেট কিনে ফেলার পথ প্রশস্ত করতে পারে।
কম দামে হ্যান্ডসেট আর সঙ্গে কম খরচে আকর্ষণীয় ডেটা পেলে অনেকেই ৪জি থেকে ৫জি-তে যাওয়ার কথা ভাববেন। আর সেটাই ২০২৩-এ মূল লক্ষ্য হতে চলেছে মোবাইল ব্যবসায়। ইঙ্গিত তেমনই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা