প্রকাশিত হল বিশ্বের দুর্দশাগ্রস্ত দেশের তালিকা, দেশের স্থান কত
বিশ্বের দুর্দশাগ্রস্ত দেশদের তালিকা প্রকাশিত হল। বেশ কয়েকটি মাপকাঠিতে এই বিচার করা হয়। এই তালিকায় দেশের স্থান কত।
মুদ্রাস্ফীতি, কর্মসংস্থানের অভাব, দেশের আর্থিক বৃদ্ধির হারের মত বিষয়গুলি পর্যালোচনা করা হয় সব দেশের। তারপর সেই পর্যালোচনার ভিত্তিতে তৈরি হয় বিশ্বের দুর্দশাগ্রস্ত দেশের তালিকা।
এবার ১৫৩টি দেশের ওপর এই পর্যালোচনা হয়। যে তালিকার মাথায় যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া, ইউক্রেনের মত দেশের নাম থাকবে বলে মনে করেছিলেন অনেকে। কিন্তু তা হয়নি। বরং বিশ্বের সবচেয়ে দুর্দশাগ্রস্ত দেশের তালিকার ১ নম্বরে নাম উঠে এসেছে আফ্রিকার জিম্বাবোয়ের।
এই তালিকায় উপরের দিকে কিউবা, আর্জেন্টিনা, সিরিয়া, লেবানন, ইউক্রেন, সুদান, শ্রীলঙ্কা, হাইতি, ঘানার মত দেশের নাম। তালিকায় রয়েছে ভারতের নামও। ভারত রয়েছে ১০৩ নম্বর স্থানে।
এক্ষেত্রে অবশ্য যত পরে নাম থাকবে ততই সেই দেশ ভাল আছে। তালিকায় সবচেয়ে শেষে নাম রয়েছে সুইৎজারল্যান্ডের।
ফলে ১৫৩টি দেশের মধ্যে সবচেয়ে ভাল আছেন সুইৎজারল্যান্ডের মানুষজন। তালিকায় শেষের আগের দেশটি হল কুয়েত। তারপর রয়েছে আয়ারল্যান্ড, জাপানের মত দেশগুলি। আমেরিকা রয়েছে ১৩৪ নম্বরে।
তালিকা অনুযায়ী অনুমেয় যে কোন দেশের মানুষ কত ভাল আছেন। সেখানে মুদ্রাস্ফীতি বা কর্মসংস্থানের পরিস্থিতি কেমন। সে অনুযায়ী আফ্রিকা এবং এশিয়ার বেশ কিছু দেশ তালিকার প্রথমেই রয়েছে।
তালিকার প্রথম দিকে থাকা মানে বোঝাচ্ছে সেই দেশ বেশি দুর্দশাগ্রস্ত। আর সেখানে ভাল অবস্থায় ভারতের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কাও।