দাম কি কমবে, টমেটোর দাম নিয়ে সামনে এল নতুন কথা
টমেটোর দাম লাফাতে লাফাতে এখন ১২০ টাকা কেজিতেও পৌঁছে গেছে। ফলে টমেটো ছাড়াই অনেক বাড়িতে রান্না হচ্ছে। এরমধ্যেই সামনে এল নতুন কথা।
যদিও এখন আলাদা করে টমেটোর দাম বৃদ্ধি আর খবর নেই। কারণ এখন প্রায় সব সবজিরই দাম আকাশ ছুঁয়েছে। মানুষ হাত দিতে পারছেন না আনাজে। পাতে তাই আনাজ নেই। এমনকি তরকারির স্বাদ বাড়াতে আবশ্যিক কাঁচা লঙ্কার দাম কলকাতার বাজারেই ৪০০ টাকা কেজিতে গিয়ে ঠেকেছে।
এমন এক ভয়ংকর দামের ছেঁকা বহুদিন মানুষের গায়ে লাগেনি। এরমধ্যেই একটি টমেটো, যার দাম সব সবজির দাম বৃদ্ধির আগে শুরু হয়েছিল। সেই টমেটো এখন বিকোচ্ছে দেড়শো টাকা কেজি দরেও।
টমেটো তাই অধিকাংশ পরিবারেই সাময়িকভাবে বাদ পড়েছে। কিন্তু কতদিন এমন চলবে? অর্থনীতিবিদদের একাংশ অবশ্য মনে করছেন টমেটোর এই দাম বৃদ্ধি জুনে ছেঁকা দিলেও জুলাইতে আর সেভাবে দেবেনা। দাম কমতে শুরু করবে শীঘ্রই।
কারণ হিসাবে অর্থনীতিবিদরা মনে করছেন টমেটোর ফলনের সময়। টমেটো জুলাইতে হয় আর নভেম্বরে হয়। জুলাইয়ে নতুন টমেটো উঠলেই দাম কমতে শুরু করবে বলে তাঁরা মনে করছেন।
এমনকি অর্থনীতিবিদদের দাবি, ফলনের অভাবে জুন, নভেম্বর এবং সেপ্টেম্বরে টমেটোর দাম বেড়ে যায়। অর্থনীতিবিদদের এই আশার আলো সাধারণ মানুষকে কিছুটা হলেও মানসিক শান্তি দিতে পারছে।
এখন সকলে চাইছেন অনেক হল, এবার দাম কমুক টমেটোর। সেটা যদি জুলাইতে সত্যিই হয়, যদি টমেটোর দাম জুলাই থেকে কমতে শুরু করে তাহলে সাধারণ মানুষের মুখেই হাসি ফুটবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা