৯০ হাজারের লেন্স কিনে হাতে এল প্যাকেট ভরা বীজ
৯০ হাজার টাকার অর্ডার দিয়ে যদি হাতে পাওয়া যায় এক প্যাকেট মামুলি বীজ, তাহলে কেমন লাগে? সেটাই হল এক ব্যক্তির সঙ্গে।
শখ ক্যামেরার। ভাল ক্যামেরা ব্যবহারে ভাল লেন্সের প্রয়োজন পড়ে। তেমনই একটি লেন্স এক ব্যক্তি অর্ডার করেছিলেন অ্যামাজনে। অরুণ কুমার মেহের নামে ওই ব্যক্তি পড়ে ট্যুইটারে ছবি দিয়ে যা দাবি করলেন তা রীতিমত অবাক করেছে বহু মানুষকে।
অরুণ কুমার মেহের দাবি করেছেন তিনি লেন্স অর্ডার করার পর তা ডেলিভারিও আসে। কিন্তু প্যাকেট খুলে তিনি অবাক হয়ে যান। ক্যামেরার লেন্স নয়, এসেছে এক প্যাকেট কুইনোয়া বীজ। যার দাম সামান্যই।
বাক্সটি লেন্সের হলেও তার মধ্যে রয়েছে কুইনোয়া বীজ। লেন্স নয়। ৯০ হাজার টাকা খরচ করার পর এটা মেনে নেওয়া যে কারও পক্ষেই অসম্ভব।
অরুণ কুমার মেহের দ্রুত অভিযোগ করেন অ্যামাজনে। সংস্থার তরফ থেকেও বিষয়টি গুরুত্বের সঙ্গেই নেওয়া হয়েছে। তারা দ্রুত বিষয়টি নিষ্পত্তি করার আশ্বাস দিয়েছে।
অনলাইনে অর্ডার দিয়ে এভাবে প্রতারিত হওয়ার ঘটনা এর আগেও যে হয়নি এমন নয়। অনেক সময়ই যা অর্ডার দেওয়া হয়েছে তা না এসে আসে অন্য জিনিস। অধিকাংশ ক্ষেত্রেই তা যে দামের অর্ডার ছিল তার চেয়ে অনেক কমদামী একটি জিনিস রাখা থাকে বন্ধ প্যাকেটে।
আবার প্যাকেট যে ডেলিভারি আসার পর খুলে দেখা হবে তারও উপায় নেই। সেটাই নিয়ম নয়। ডেলিভারির পর তাই যখন প্যাকেট খোলা হয় তখন মাঝে মাঝেই অভিযোগ আসে যা চাওয়া হয়েছিল তা আসেনি। এমনকি ইটের টুকরো পাঠিয়ে দেওয়ার ঘটনাও এর আগে ঘটতে দেখা গেছে।