আর চিন্তা নেই, ২০ অগাস্ট থেকে ৪০ টাকাতেই মিলবে ১ কেজি টমেটো
আমজনতার মুখে হাসি ফোটানোর মত খবর সামনে এল। এবার কেজি প্রতি টমেটো কিনতে ৪০ টাকা খরচ করতে হবে। যা গত ২ মাসে স্বপ্নের অতীত ছিল।
এখন মানুষ মানসিকভাবে নিজেদের যেন প্রস্তুত করে ফেলেছেন যে তাঁরা আর টমেটো কিনবেন না। আর কিনলেও ১০০ গ্রাম কি বেশি হলে ২০০ গ্রাম।
এখন অবশ্য ২০০ টাকা কেজি থেকে টমেটো নেমে বাজারে ১০০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। টমেটো ব্যবসায়ীরা জানাচ্ছেন আগামী ১৫ দিনের মধ্যে টমেটোর দাম আরও কমে যাবে।
কিন্তু আমজনতাকে আর ১৫ দিনও অপেক্ষা করতে হবেনা। আগামী ২০ অগাস্ট থেকেই তাঁরা ৪০ টাকা কেজি দরে টমেটো কিনতে পারবেন। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এমন এক ঘোষণা দেশবাসীর মুখে হাসি ফুটিয়েছে।
কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা মন্ত্রক এনএএফইডি এবং এনসিসিএফ-কে নির্দেশ দিয়েছে ২০ অগাস্ট থেকে তাদের বিভিন্ন স্টোরে ৪০ টাকা কেজি দরে টমেটো বিক্রি শুরু করে দিতে। দেশের বিভিন্ন প্রান্তে এই দামে টমেটো বিক্রি হবে।
কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা মন্ত্রক জানিয়ে দিয়েছে তারা ১৫ লক্ষ কেজি টমেটো সংগ্রহ করতে পেরেছে। অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এবং মহারাষ্ট্র, এই ৩ রাজ্য থেকে এই টমেটো সংগ্রহ করেছে তারা। যা এই ৪০ টাকা কেজি দরে সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হবে।
যেখানে এখন ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে টমেটো, সেখানে তার অর্ধেকেরও কম দামে টমেটো পাওয়া একটা বড় পাওনা। এখন যা পরিস্থিতি তাতে ৪০ টাকা কেজি টমেটো বিষয়টির সঙ্গেই অপরিচিত হয়ে পড়েছেন মানুষ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা