পেঁয়াজের ঝাঁঝে চোখে জল আমজনতার, কবে রেহাই ইঙ্গিত দিলেন ব্যবসায়ীরা
আদা ও কাঁচা লঙ্কার পর এবার পেঁয়াজের ঝাঁঝে চোখে জল সাধারণ মানুষের। যার থেকে এখনই রেহাই মেলার কোনও আশাই দেখা যাচ্ছেনা।
পেঁয়াজের দাম যে বাড়তে শুরু করেছিল তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। একটু একটু করে বাড়তে বাড়তে তা এখন কলকাতার বাজারে ৪৫ থেকে ৫০ টাকা কেজি। ১ কেজি পেঁয়াজ কিনতে এখন তাই চোখে জল আসার অবস্থা হয়েছে সাধারণ মধ্যবিত্তের।
কিছু সময়ের মধ্যে পেঁয়াজের দাম কেজি পিছু ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। যা পরিস্থিতি তাতে এই দামের ছেঁকা থেকে রেহাই মেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। ২ সপ্তাহ আগেও পেঁয়াজের দাম ২৫ থেকে ৩৫ টাকা কেজিতে ঘোরাফেরা করছিল। সেটাই এখন লাফিয়ে বেড়ে গেল।
এ রাজ্যে আলু পেঁয়াজ থেকে শুরু করে বাজারের অন্য আনাজের দাম নিয়ন্ত্রণে রাখতে টাস্ক ফোর্স গঠন করেছে রাজ্যসরকার। কিন্তু তার পরেও দামের লাফে রেহাই নেই।
কার্যত অনেকেই টাস্ক ফোর্স আদৌ কোনও কাজ করছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছেন। টাস্ক ফোর্সের ওপর ক্ষুব্ধ অনেকেই। কারণ দামের ছেঁকা থেকে রেহাই দিতে কার্যত ব্যর্থ এই টাস্ক ফোর্স।
যদিও পেঁয়াজের দাম কমার বিষয়ে আশাবাদী টাস্ক ফোর্সের সদস্যেরা। কেন্দ্রীয় সরকার পেঁয়াজের রফতানির ওপর ৫০ শতাংশ কর আরোপ করেছে।
এদিকে টাস্ক ফোর্স আশাবাদী হলেও পেঁয়াজের ব্যবসার সঙ্গে যুক্ত মানুষজন কিন্তু মনে করছেন সেপ্টেম্বরে দাম কমার খুব একটা আশা নেই। ফলে আদা, রসুন, কাঁচা লঙ্কার পর এবার পুজোর আগে পেঁয়াজের ছেঁকাও সইতে হবে মধ্যবিত্তকে।