টমেটোর অস্বাভাবিক দাম কমায় এবারও পদক্ষেপের পথে সরকার
টমেটোর অস্বাভাবিক দাম বৃদ্ধির বিরুদ্ধে একাধিক পদক্ষেপ করেছিল কেন্দ্র সরকার। এবার যখন তার দাম অনেকটা কমে গেছে তখন আবার দাম কমায় পদক্ষেপ করতে চলেছে সরকার।
জুলাই ও অগাস্ট মাসে টমেটোর অস্বাভাবিক দাম বৃদ্ধির বিরুদ্ধে পদক্ষেপ করেছিল সরকার। এবার টমেটোর অস্বাভাবিক দাম কমার বিরুদ্ধেও পদক্ষেপ করতে চলেছে সরকার। টমেটোর দাম ২৫০ টাকা কেজিতে পৌঁছে যাওয়ার পর সারা দেশ জুড়ে যখন সাধারণ মানুষের মাথায় হাত পড়েছিল তখন কেন্দ্র অপেক্ষাকৃত কম দামে টমেটো বেচার কিছু পদক্ষেপ গ্রহণ করেছিল।
সেপ্টেম্বরে সেই টমেটোর দাম পড়তে শুরু করে। দেশ জুড়ে এত টমেটো উৎপাদন এবার হয়েছে যে টমেটোর দাম এখন তলানিতে এসে ঠেকেছে। দেশের অনেক বাজারে ৩ টাকা থেকে ১০ টাকা কেজি দরেও টমেটো বিকোচ্ছে।
এমন অবস্থা যে অনেকে কিনে কুলিয়ে উঠতে পারছেন না। সস্তা দেখে অনেকেই বাড়িতে টমেটো মজুত করার চেষ্টা করছেন। আবার অনেক বাজারে ৩০ থেকে ৪০ টাকা কেজিতেও বিকোচ্ছে টমেটো। যে দাম শুনে ক্রেতাদের বড় অংশই খুশি হচ্ছেন।
এভাবে টমেটোর দাম কমে যাওয়ায় দেশের আমজনতার মুখে হাসি ফুটলেও টমেটো চাষের সঙ্গে যুক্ত কৃষকদের মুখ শুকিয়ে যাচ্ছে।
অনেক কৃষক জমিতে উৎপাদিত ফসল বাজার পর্যন্ত নিয়ে যাওয়ার পরিবহণ খরচও তুলতে না পেরে তাঁদের উৎপাদিত টমেটো পশুদের খাইয়ে ফেলে দিচ্ছেন। কারণ তাঁরা ফসলের দাম পাচ্ছেন না।
তাই কৃষকদের স্বার্থ রক্ষা করতে কেন্দ্রীয় সরকার কৃষকদের কাছ থেকে টমেটো কিনে নেওয়ার কথা চিন্তা করছে। কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা মন্ত্রক প্রাইস স্টেবিলাইজেশন ফান্ড ব্যবহার করতে চলেছে এই টমেটো কেনার খরচ সামাল দিতে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা