৩১ ডিসেম্বর রাত মানে মাদকতার বাড়বাড়ন্ত। নতুন কিছু নয়। এ সময়ে ভারতে ঠান্ডা থাকে। তারমধ্যে নতুন বছরকে স্বাগত জানাতে এমন রাতে হুল্লোড়টাও জমে ওঠে। বর্ষশেষের রাতে অ্যালকোহল সেবনের বাড়বাড়ন্তটাও অজানা নয়। দেশের সব কোণাতেই মদ্যপানের বাড়বাড়ন্ত নজর কাড়ে। ফলে বাড়ে মদের বিক্রি। তাবলে একদিনে ৫০ লক্ষ লিটার! সেকি মুখের কথা! কিন্তু হয়েছে তো তেমনই। খতিয়ান তাই বলছে। হাতে গরম সরকারি হিসাব! দেখা যাচ্ছে এবার উত্তরপ্রদেশে ৩১ ডিসেম্বর রাতে মদ বিক্রি হয়েছে ৫০ লক্ষ লিটার! চমকে দেওয়ার মত এই অঙ্ক কিন্তু দেশের সব রেকর্ড ভেঙে দিয়েছে। একদিনে কোনও রাজ্যে মদ বিক্রির সব রেকর্ড ভেঙে নয়া মাইলস্টোন তৈরি করেছে ২০১৮ সালের ৩১ ডিসেম্বরের সে রাজ্যে মদের বিক্রি!
যদিও এখানে খতিয়ান শুধু ওইদিন মদ বিক্রি হয়েছে কত তার। আগে থেকেই যাঁরা ওই দিনের জন্য মদ কিনে রেখেছিলেন বা পানশালাগুলি আগে থেকে তাদের স্টক তৈরি করে রেখেছিল। সেই হিসাব এই ৫০ লক্ষ লিটারে নেই! তাহলে সেগুলি নিয়ে কত দাঁড়াচ্ছে! নাহ্, সে হিসাব এখনও মেলেনি।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)