কোন দেশের ঘরে কত সোনা, সে তালিকায় ভারত কত নম্বরে
প্রতিটি দেশের ঘরেই সোনা রাখা থাকে। সোনা বেশি তো অর্থনৈতিক সামর্থ্যও বেশি। সেই তালিকা প্রকাশ করল ফোর্বস পত্রিকা। ভারত কত নম্বরে রয়েছে সেই তালিকায়।
দেশের অর্থনীতির অন্যতম স্তম্ভ হল তার ঘরে কত সোনা মজুত রয়েছে। যাকে গোল্ড রিজার্ভ বলা হয়। সোনা যত বেশি, সে দেশের অর্থনৈতিক শক্তিও তত বেশি। এমনকি সে দেশের মুদ্রার ক্ষমতাও অনেকটা নির্ভর করে তার ঘরে কত সোনা মজুত রয়েছে তার ওপর।
এখনও অনেক দেশ তাদের মুদ্রার স্থিতিশীলতা পরিমাপ করে তাদের সোনার মজুত দেখে। এবার ফোর্বস পত্রিকা একটি তালিকা প্রকাশ করল।
এই তালিকা থেকে পরিস্কার হয়েছে এই মুহুর্তে কোন দেশের হাতে কত সোনা রয়েছে। যেখানে সেরাদের তালিকায় ভারতের নামও রয়েছে।
প্রথম ১০টি দেশের মধ্যেই রয়েছে ভারত। তালিকার প্রথম স্থানে রয়েছে আমেরিকা। যাদের সোনার মজুত ৮ হাজার টনেরও বেশি। দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানি। তাদের মজুত ৩ হাজার টনের কিছু বেশি। ফলে এটা অনুমেয় সোনা মজুতের ক্ষেত্রে আমেরিকা বিশ্বের অন্য সব দেশের চেয়ে অনেক বেশি এগিয়ে আছে।
এরপর তৃতীয় স্থানে ইতালি, চতুর্থ স্থানে ফ্রান্স, পঞ্চম স্থানে রাশিয়া ও ষষ্ঠ স্থানে রয়েছে চিন। এদের প্রতিটি দেশের সোনা মজুতের পরিমাণ ২ হাজার টনের কিছু বেশি করে। ফারাক খুব অল্পই।
সপ্তম স্থানে ১ হাজার টনের কিছু বেশি সোনা নিয়ে রয়েছে সুইৎজারল্যান্ড। এর বাইরে আর কোনও দেশের সোনা মজুতের পরিমাণ হাজার পার করতে পারেনি।
অষ্টম স্থানে থাকা জাপানের সোনার মজুত রয়েছে ৮৪৫ টন। নবম স্থানে রয়েছে ভারত। ভারতের মজুত সোনার পরিমাণ ৮০০ টনের মত। দশম স্থানে রয়েছে নেদারল্যান্ডস।