হালুয়া অনুষ্ঠান। প্রতি বছর কেন্দ্রীয় বাজেটের আগে এই অনুষ্ঠান হয়। কেন্দ্রীয় বাজেট ছাপতে যায় এই হালুয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে। এ এক পারম্পরিক রীতি। চলে আসছে। ফলে তার অন্যথা হয়না। নিয়ম হল এই হালুয়া অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের অর্থমন্ত্রী। কিন্তু চিকিৎসার জন্য অর্থমন্ত্রী অরুণ জেটলি এখন দেশের বাইরে। কিন্তু সেজন্য বন্ধ থাকল না হালুয়া অনুষ্ঠান। তা হল নিয়ম মেনেই। অরুণ জেটলি না থাকলেও উপস্থিত থাকলেন মন্ত্রকের ২ প্রতিমন্ত্রী পন রাধাকৃষ্ণন ও শিব প্রতাপ শুক্লা। অর্থমন্ত্রকেরই একতলায় এই হালুয়া অনুষ্ঠান উদযাপিত হল সোমবার। ছিলেন মন্ত্রকের পদস্থ আধিকারিকরা।
এবার লোকসভা ভোট থাকায় অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। অবশ্য তিনি বাজেট পেশ করতে পারবেনই কিনা তা নিশ্চিত নয়। তবে এদিন হালুয়া অনুষ্ঠানের হাত ধরে নিয়ম মেনে ছাপতে চলে গেল বাজেট। সেই সঙ্গে এই বাজেটের সঙ্গে যুক্ত মন্ত্রকের আধিকারিকরা আর মন্ত্রকের বাইরে যেতে পারবেন না। যতদিন না বাজেট পেশ হয়। এবার বাজেট পেশের দিন পয়লা ফেব্রুয়ারি। অর্থাৎ আগামী ১১ দিন এই মন্ত্রকেই থাকবেন তাঁরা।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)