Business

১১১ ছুঁয়ে স্বপ্নের ফলে মশগুল ভারতের ফল

ভারত এক নতুন স্বপ্নে বিভোর। শেষ ৯ মাসে এই স্বপ্ন যে দুরন্ত গতি পেয়েছে। ১১১ ছুঁয়ে এখন মশগুল ভারতের ফল।

গত এপ্রিল থেকে শুরু হয়েছিল এক নতুন উত্থান। যা গত জানুয়ারি পর্যন্ত এমন এক স্বপ্ন দেখিয়েছে যা নিয়ে মশগুল দেশের আম, কলা, আনারস, কমলালেবুরা। শুধু ৪টি ফলের নাম বললেও আদপে তার সংখ্যাটা অনেক। নানা রসাল ফলের রসে এখন ভিজে রয়েছে ভারতের নতুন স্বপ্ন।

গত ৯ মাসে ভারতের ফলের বাজার এক অন্য উচ্চতা ছুঁয়ে ফেলেছে। ভরতের ফলের রফতানি ২৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ১০০ মিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় দাঁড়ায় ৮৩০ কোটি টাকার যে গুটিকয়েক ফল রফতানি কারক দেশ রয়েছে সেই দলে নাম লিখিয়ে ফেলেছে ভারত। এখন ভারতের ফলের রফতানি বাজার ৮৩০ কোটি টাকারও বেশি।


গতবছর যেখানে ১০২টি দেশে ভারত ফল রফতানি করত, সেখানে গত এপ্রিল থেকে এ বছরের জানুয়ারি পর্যন্ত ১১১টি দেশে ফল রফতানি শুরু করেছে ভারত। হালেই রাশিয়া ভারত থেকে কলা আমদানি শুরু করায় ভারতের কলার বাজার নতুন গতি পেয়েছে।

গতবছরের তুলনায় চলতি অর্থবর্ষে ভারতের ফলের রফতানির ক্ষেত্রে অনেক ফলই দারুণ ফল করেছে। যারমধ্যে সবচেয়ে ভাল ফল করেছে কলা, দশেরি আম, কেশর।


শুধু ফল বলেই নয়, ভারত থেকে ডিম রফতানিও অন্য উচ্চতা ছুঁয়েছে। শেষ ৯ মাসে ভারত থেকে ডিম রফতানি ১৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ভাল ফল করেছে বাসমতী চালের রফতানি।

ইরান, ইরাক, সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের বাসমতীর চাহিদা উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button