ডালের দাম নিয়ন্ত্রণে কড়া সিদ্ধান্ত নিল সরকার
ডাল নিয়ে এবার কড়া সিদ্ধান্ত নিয়ে নিল কেন্দ্রীয় সরকার। যা অবশ্যই ডালের দামকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।
সাধারণ দেশবাসীর জীবনে ডাল এক অত্যন্ত প্রয়োজনীয় খাদ্য। ধনী দরিদ্র নির্বিশেষে ভারতের মত দেশে ডাল রান্নাঘরের অবশ্য উপাদান। যা প্রত্যেকদিনের খাবার পাতে জায়গা করে নেয়। মানুষকে প্রয়োজনীয় খাদ্যগুণ দিয়ে সুস্বাস্থ্য রক্ষায় সাহায্য করে।
সেই ডাল নিয়ে অসাধু ব্যবসায়ীদের অতিরিক্ত লোভে লাগাম দিতে এবার কড়া পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। ডালের দাম নিয়ন্ত্রণে রাখতেই এই সিদ্ধান্ত।
কেন্দ্রের তরফে স্পষ্ট জানানো হয়েছে, পাইকারি বিক্রেতা, খুচরো বিক্রেতা, খুচরো চেন বিক্রেতা এবং আমদানিকারীদের এবার থেকে মজুত রাখার ক্ষেত্রে সর্বোচ্চ মাত্রা বেঁধে দেওয়া হল।
অড়হর ডাল, ছোলার ডাল এবং কাবলি ছোলার ক্ষেত্রে এই মজুত মাত্রা নিয়ন্ত্রণের কথা ঘোষণা করা হয়েছে। যা আপাতত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বহাল থাকবে।
কেন্দ্রের তরফ থেকে এটা পরিস্কার করে দেওয়া হয়েছে ডালগুলির ক্ষেত্রে কে কত সর্বাধিক মজুত রাখতে পারবে। পাইকারি বিক্রেতারা প্রতিটি ডাল সর্বাধিক ২০০ মেট্রিক টন পর্যন্ত মজুত রাখতে পারবেন।
সাধারণ দোকানদার ৫ মেট্রিক টন পর্যন্ত মজুত রাখতে পারবেন। খুচরো চেন বিক্রেতাদের ক্ষেত্রে ডিপোতে ২০০ মেট্রিক টন করে প্রতিটি ডাল মজুত রাখা যাবে।
এই নিয়ন্ত্রণ দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ক্ষেত্রেই প্রযোজ্য বলেও কেন্দ্র তরফে জানিয়ে দেওয়া হয়েছে। ক্রেতা সুরক্ষা মন্ত্রক এই নিয়ন্ত্রণ মানা হচ্ছে কিনা সেদিকে কড়া নজর রাখবে। স্টক ডিসক্লোজার পোর্টালের সাহায্যে এই নজরদারি চলবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা