Business

জলে ভাসছে ২৮২টি ভূতুড়ে জাহাজ, আরও বড় চিন্তা জলের ছায়া যান

কি করা যাবে কেউ জানেননা। কিন্তু সেগুলি ভাসছে। একটা আধটা নয়, ২৮২টি এমন জাহাজের খোঁজ মিলেছে। মালিক অজানা। সঙ্গে চিন্তা বাড়াচ্ছে ছায়া যান।

সমুদ্রের বিশালত্বের মাঝে কিছু জাহাজ ভাসছে। ভেসেই চলেছে। এমন ২৮২টি জাহাজের খোঁজ মিলেছে। এসব জাহাজ কার্যত ভূতুড়ে হয়ে উঠেছে। কারণ এদের মালিকদের খুঁজে পাওয়া যাচ্ছেনা। জাহাজ ফাঁকা।

এই সব জাহাজ মিলিয়ে ৪ হাজার কর্মী জানেননা তাঁরা আগামী দিনে কি করবেন। জাহাজটা কি অবস্থায় ফেলে যাবেন তাও বুঝে উঠতে পারছেন না তাঁরা।


এটা এখন পৃথিবীর সমুদ্র ভাগের এক অন্যতম চিন্তা। কারণ এমন মালিকের ফেলে যাওয়া সমুদ্রে ভেসে বেড়ানো জাহাজের সংখ্যা বেড়েই চলেছে। সেগুলি এখন এক এক করে বাজেয়াপ্ত করাও শুরু হয়েছে।

করোনাকাল থেকেই ক্রমশ বাজার মন্দা। জাহাজে মাল পরিবহণ কমেছে। রাশিয়ার জাহাজে করে বেআইনি পাচার চলছে বলে অভিযোগ থাকায় ২০২২ সালে সেগুলির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।


পৃথিবীজুড়ে জলপথে মাল পরিবহণে ভাটা পড়ায় এখন একের পর এক জাহাজ জলে ফেলেই পালিয়ে যাচ্ছেন মালিকরা। যার ফলে সমুদ্রে এমন ভূতুড়ে জাহাজের সংখ্যা বেড়েই চলেছে। এমনই জানাচ্ছে ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন। এর ফলে জাহাজে কর্মরত কর্মীরা আতান্তরে পড়ছেন।

এমন মালিকহীন জাহাজের পাশাপাশি জাহাজ বা বড় নৌকার সঙ্গে জুড়ে টেনে নিয়ে যাওয়া মালবাহী যানগুলি নিয়ে সমস্যা তৈরি হয়েছে। এরা নিজেরা যেতে পারেনা। এদের বড় জাহাজ বা নৌকা দিয়ে টেনে নিয়ে যেতে হয়।

এমন সব ছায়া যান বা শ্যাডো ভেহিকল-গুলোও ভাসছে। তাদের মালিকদের তো খোঁজ পাওয়া দুঃসাধ্য বলে মেনে নিচ্ছে সংশ্লিষ্ট মহল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button