আমজনতার কথা মাথায় রেখে গমের দাম কমাতে বড় পদক্ষেপ নিল সরকার
গমের দামে রেহাই দিতে বড় পদক্ষেপ নিল কেন্দ্র। গমের দাম কমা মানে আটার মত গমজাত উপাদানের দাম কমবে। যা সাধারণ মানুষকে রেহাই দেবে।
ডালের দাম কমাতে তাদের পদক্ষেপ এবং তার জেরে সাধারণ মানুষ খোলা বাজারে কম দামে ডাল পেয়েছেন বলে ইতিমধ্যেই দাবি করেছে কেন্দ্র। এবার তারা গমের দামও কমাতে বিশেষ উদ্যোগ নিল।
গমের দাম কমলে আটার দাম কমবে। দেশের একটা বড় অংশ রুটি বা আটা দিয়ে তৈরি খাবারের ওপর নির্ভর করেন। দেশের সাধারণ মানুষের দৈনন্দিন খাবারের পাতে ভাত রুটি থাকে।
ফলে চাল বা গমের দাম কমলে তাঁরা বাস্তবিকই খরচের হাত থেকে কিছুটা রেহাই পান। সে কথা মাথায় রেখে এবার কেন্দ্র এক বড় ঘোষণা করল।
কেন্দ্রের ক্রেতা সুরক্ষা, খাদ্য ও বণ্টন মন্ত্রক জানিয়ে দিয়েছে হোলসেলার এবং দোকানিদের স্টক লিমিটের নিয়মে পরিবর্তন আনছে তারা। আগামী দিনে গমের হোলসেলারদের স্টক লিমিট ২ হাজার মেট্রিক টন থেকে কমিয়ে ১ হাজার মেট্রিক টন করা হচ্ছে।
অন্যদিকে একইভাবে দোকানদারদের ক্ষেত্রে ১০০ মেট্রিক টন স্টক লিমিট থেকে কমিয়ে ৫০ মেট্রিক টন স্টক লিমিট করা হচ্ছে। স্টক লিমিট কমলে বাজারে বেচার জন্য গমের যোগান বাড়বে।
এতে গমের যোগান যত বাড়বে বাজারে ততই গম সহজলভ্য হবে। এতে দাম কমবে। যা দিনের শেষে সাধারণ মানুষকে গমের মত নিত্যপ্রয়োজনীয় খাদ্য পণ্যের দামে রেহাই দেবে।
কেন্দ্রের তরফে এটাও জানানো হয়েছে যে এই স্টক লিমিটের নিয়ম আগামী ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত বহাল থাকবে। যাঁরাই গম মজুতের সঙ্গে যুক্ত তাঁদের প্রতি শুক্রবার তাঁদের গমের মজুত পরিমাণ সরকারি পোর্টালে ঘোষণা করতে হবে। নিয়ম ভাঙলে কড়া শাস্তির মুখে পড়তে হবে বলেও সতর্ক করে দিয়েছে কেন্দ্র। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা