বিশ্বের প্রথম ১০ জন ধনীর তালিকায় ভারতের কে, প্রথম ২ ধনীর ফারাক চমকপ্রদ
বিশ্বের প্রথম ১০ জন ধনীর তালিকা একটি সময় অন্তর প্রকাশিত হয়। তাতে ভারতের আম্বানি বা আদানিকে পাওয়া গিয়েছে একাধিকবার। এবারও তাদের কি জায়গা হল?
বিশ্বের প্রথমসারির বড়লোকদের নাম জানার ইচ্ছে দরিদ্রতম মানুষেরও থাকে। এখানেও সাধারণ মানুষ খোঁজার চেষ্টা করেন তাঁর দেশের কেউ রয়েছেন কিনা। তাহলে সেই ধনী শিল্পপতির সাফল্যে ভারতের জয় খুঁজে আনন্দিত হন তাঁরাও।
ব্লুমবার্গ বিলিওনেয়ার্স ইনডেক্স প্রকাশিত হয়েছে সম্প্রতি। আর সেই তালিকা অনুযায়ী বিশ্বের ১ নম্বর ধনী হয়েছেন টেসলা এবং স্পেসএক্স-এর কর্ণধার ইলন মাস্ক। তাঁর সম্পত্তির পরিমাণ ৪৪২ বিলিয়ন ডলার।
ইলন মাস্কই প্রথম কোনও মানুষ যিনি ৪০০ বিলিয়ন ডলার সম্পত্তির গণ্ডিও ছাপিয়ে গেলেন। প্রসঙ্গত ভারতীয় মুদ্রায় ৪৪২ বিলিয়ন ডলার মানে ৩৭ লক্ষ ৪৮ হাজার ৫৮০ কোটি ৫০ লক্ষ টাকা!
দ্বিতীয় স্থানে রয়েছেন অ্যামাজন কর্তা জেফ বেজোস। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ২৪৮ বিলিয়ন ডলার। অর্থাৎ প্রথম ২ ধনীর সম্পত্তির ফারাক প্রায় ২০০ বিলিয়ন ডলার। এই বিশাল ফারাকে প্রথম ইলন মাস্ক।
তৃতীয় স্থানে রয়েছেন মেটা কর্তা মার্ক জুকারবার্গ। তিনি ২২৩ বিলিয়ন ডলারের সম্পত্তির মালিক। এরপর রয়েছেন ওরাকল সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন। পঞ্চম স্থানে রয়েছেন লাক্সারি গ্রুপ এলভিএমএইচ বা লুই ভিতোঁ সংস্থায় বর্তমানে ক্ষমতায় থাকা বার্নার্ড আরনল্ট।
ষষ্ঠ স্থানে গুগলের অন্যতম প্রতিষ্ঠাতা ল্যারি পেজ। সপ্তম স্থানে মাইক্রোসফট কর্তা বিল গেটস। অষ্টম স্থানে রয়েছেন গুগলের আর এক প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন।
নবম স্থানে প্রাক্তন মাইক্রোসফট সিইও স্টিভ বামার। দশম স্থানে বার্কশায়ার হ্যাথাওয়ে সংস্থার কর্তা ওয়ারেন বাফে। এই তালিকায় ভারতের কোনও শিল্পপতির নাম নেই। ভারতের এবারের তালিকায় জায়গা হয়নি।