Business

মাছ ধরায় বিশ্বে নিজের জায়গা তৈরি করল ভারত

মাছ ধরায় ভারত বিশ্বে এক গর্বের আসনে উঠে এল। নীল বিপ্লবের হাত ধরে ভারত বিশ্বে নিজের একটা উচ্চাসন দখল করে নিল।

পৃথিবীর সব দেশেই কমবেশি মাছ ধরা চলে। শখের নয়। অর্থনৈতিক দিক মাথায় রেখেই এ কাজে লিপ্ত হন অনেক মৎস্যজীবী। যেসব দেশের সঙ্গে সমুদ্র লেগে আছে সেসব দেশে আবার মাছ ধরা একটা অন্যতম অর্থনৈতিক ভরসাও। ভারতও সেই তালিকাভুক্ত।

ভারতে নদী, নালা, পুকুরে যেমন মাছ ধরা চলে, তেমনই সামুদ্রিক মাছ ধরাও চলে বঙ্গোপসাগর ও আরবসাগরের উপকূল জুড়ে। ভারতে মাছ ধরা বহুদিন ধরেই চলে আসছে।


কিন্তু মৎস্য উৎপাদনকে অন্য পর্যায়ে তুলে নিয়ে যাওয়ার লক্ষ্য স্থির করে ২০১৫-১৬ অর্থবর্ষে শুরু হয় নীল বিপ্লব। এই নীল বিপ্লবের অন্যতম লক্ষ্যই ছিল মৎস্য উৎপাদনকে দ্রুত বৃদ্ধি করা।

৫ বছরের জন্য ৩ হাজার কোটি টাকা সে সময় বরাদ্দ হয় এই প্রকল্পে। এরপর ২০২০-২১ অর্থবর্ষে ফের ৫ বছরের জন্য শুরু হয় প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা।


এই প্রকল্পে বরাদ্দ হয় ২০ হাজার ৫০ কোটি টাকা। মৎস্য উৎপাদনে এই জোর দেওয়ার ফলে গত ১০ বছরে ভারতের বার্ষিক মৎস্য উৎপাদন দ্বিগুণ বেড়েছে। তার হাত ধরেই ভারত এবার মৎস্য উৎপাদনে এক অন্য উচ্চতা ছুঁয়ে ফেলল।

ভারত এখন মৎস্য উৎপাদনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশে হিসাবে উঠে এসেছে। ২০২৩-২৪ অর্থবর্ষে ভারত বিশ্বের ৮ শতাংশ মৎস্য উৎপাদন করতে সক্ষম হয়েছে। দেশিয় প্রয়োজন মিটিয়ে ভারত মাছ বিদেশে রফতানি করতে পেরেছে ১৭ লক্ষ ৮১ হাজার ৬০২ মেট্রিক টন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button