পেঁয়াজ নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র
আমজনতার দৈনন্দিন জীবনের খাবার পাতে পেঁয়াজের গুরুত্ব নতুন করে বলার অপেক্ষা রাখে না। সেই পেঁয়াজ নিয়ে বড় সিদ্ধান্ত গ্রহণ করল কেন্দ্র।

পেঁয়াজের দাম গতবছর কোথায় পৌঁছেছিল তা কেউই ভোলেননি। দেশের আমজনতাকে সেই দুঃসহ পরিস্থিতি থেকে বার করে আনার জন্য কেন্দ্রের তরফে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। যার একটি আরোপ করা হয়েছিল গতবছর ১৩ সেপ্টেম্বর।
পেঁয়াজ রফতানির ওপর ২০ শতাংশ শুল্কের বোঝা চাপিয়েছিল কেন্দ্র। লক্ষ্য ছিল একটাই। রফতানিতে লাগাম দিয়ে দেশিয় বাজারে পেঁয়াজের যোগান বাড়ানো। আর যোগান বাড়লে দামও নিয়ন্ত্রিত হবে। তাতে আখেরে সুবিধা হবে দেশের সাধারণ মানুষের।
সেই ২০ শতাংশ শুল্ক এবার তুলে নিল কেন্দ্র। আগামী ১ এপ্রিল থেকে আর রফতানির ওপর এই ২০ শতাংশ শুল্ক দিতে হবেনা। এবার রবি শস্য হিসাবে পেঁয়াজের ফলন ভাল হয়েছে। ফলে বাজারে যথেষ্ট পেঁয়াজের যোগান রয়েছে। দামও নিয়ন্ত্রণে।
তাই কৃষকরা যাতে এবার ভাল দাম পেতে পারেন সেকথা মাথায় রেখে পেঁয়াজের রফতানি বাণিজ্যে কিছুটা সুযোগ বৃদ্ধি করল কেন্দ্র। ফলে পেঁয়াজ রফতানি পালে হাওয়া পেল।
কোনও কিছুর রফতানি নিয়ন্ত্রণে কেন্দ্র সাধারণত শুল্ক বৃদ্ধি করে। সর্বনিম্ন রফতানি মূল্যের ওপর প্রভাব খাটায়। এমনকি প্রয়োজনে রফতানির ওপর নিষেধাজ্ঞাও জারি করে। যাতে সেই দ্রব্যের দেশিয় ঘাটতি পূরণ হয়।
দেশের মানুষের চাহিদা আগে পূরণ করা নিশ্চিত করে সরকার। সেই লক্ষ্যেই পেঁয়াজের রফতানি বাণিজ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেছিল কেন্দ্র। যা ১ এপ্রিল থেকে উঠে যাচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা