মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথের ভাগ্নে রাতুল পুরীকে গ্রেফতার করল ইডি। সোমবার রাতে তাঁর দিল্লির বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে ৩৫৪ কোটি টাকার ব্যাঙ্ক ঋণ প্রতারণার অভিযোগ রয়েছে। এদিকে ভাগ্নে গ্রেফতার হওয়ায় প্রবল অস্বস্তিতে পড়েছেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ। সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটি অভিযোগ দায়ের করেছিল ইডি-র কাছে। সেই অভিযোগের ভিত্তিতেই প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে রাতুল পুরীকে গ্রেফতার করা হয়।
মোজারবেয়ার সংস্থার প্রাক্তন কর্তা রাতুল পুরী ২০০৯ সালে মোটা অঙ্কের ঋণ নেন। মোজারবেয়ার সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর পদ থেকে ২০১২ সালেই ইস্তফা দেন রাতুল পুরী। কিন্তু তাঁর বাবা-মা ডিরেক্টর থেকে গিয়েছিলেন। ব্যাঙ্কের ঋণ জালিয়াতির অভিযোগে রাতুল পুরী ছাড়া তাঁর বাবা, মা, সঞ্জয় জৈন ও বিনীত শর্মা-র বিরুদ্ধে আলাদা করে জালিয়াতির মামলা করেছে সিবিআই। সিবিআই গত রবিবার রাতুল পুরীর বাড়ি সহ ৬টি জায়গায় হানা দেয়।
সিডি, ডিভিডি তৈরির জন্য মোজারবেয়ার সংস্থার যথেষ্ট সুনাম ছিল। একসময়ে এই সিডি, ডিভিডি-র বাজারের একটা বড় অংশ ছিল মোজারবেয়ারের দখলে। সোনির মত সংস্থার সঙ্গে টক্কর দিত এই সংস্থা। ওই সংস্থার নামে ঋণ নিয়ে তারপর বারবার সেই ঋণ শোধ করতে ব্যর্থ হয়েছেন রাতুল পুরী। অবশেষে ব্যাঙ্ক গত ২০ এপ্রিল ২০১৯-এ ইডি-র কাছে অভিযোগ দায়ের করে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা