খুলেও বন্ধ হয়ে গেল সব মদের দোকান
গত সোমবার থেকে দেশজুড়ে মদের দোকান খুলে যেতেই সেখানে হামলে পড়ে ভিড়। প্রায় সর্বত্রই সেই একই ছবি ধরা পড়েছিল। কিন্তু মঙ্গলবার রাতেই ফের বন্ধ হয়ে গেল সব দোকান।
৪০ দিন পর দেশজুড়ে বিভিন্ন রাজ্যে খুলেছিল মদের দোকান। তামিলনাড়ু খোলেনি। তারা জানায় ৭ মে থেকে সেখানে মদের দোকান খুলবে। বাকি ভারতে কিন্তু মদের দোকান মোটামুটি খুলেই গিয়েছিল। করোনার থাবায় বেসামাল মুম্বই শহরেও খুলেছিল মদের দোকান। আর সোমবার মদের দোকান খুলতেই সব দোকানের সামনে ভোর থেকে লাইন পড়ে যায়। লম্বা লাইন সাপের মত এঁকে বেঁকে চলে যায় বহু দূরে। অনেক ক্ষেত্রেই মানা হয়নি সামান্যতম দূরত্ব বিধি।
মহারাষ্ট্রে কিন্তু করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। মঙ্গলবার মহারাষ্ট্রে করোনায় মৃত্যু হয়েছে ৩৪ জনের। যার মধ্যে এক মুম্বই শহরেই ২৬ জনের মৃত্যু হয়। তারমধ্যেই সোমবার ও মঙ্গলবার চলেছে চুটিয়ে মদ কেনার হিড়িক। অধিকাংশ দোকানেই নজরে পড়েনি সামাজিক দূরত্ববিধি। কার্যত একে অপরের ঘাড়ে চেপে মদ কিনেছেন মানুষজন। লাইনে দাঁড়িয়ে থেকেছেন ঘণ্টার পর ঘণ্টা। এই পরিস্থিতিতে মদের দোকানের লাইন থেকে করোনা সংক্রমণ আরও ছড়াতে পারে বলে মনে করছে মুম্বই পুরসভা।
মুম্বইতে হুহু করে বাড়তে থাকা করোনা সংক্রমণ ও করোনায় মৃত্যুর হার মাথায় রেখে আর মদের দোকান ঘিরে উন্মাদনার সম্ভাব্য পরিণতি বিবেচনা করে মঙ্গলবার রাতে বিএমসি কমিশনার একটি নির্দেশ জারি করেন। তাতে তিনি জানান সব মদের দোকান বন্ধ রাখা হল। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সব মদের দোকান বন্ধ থাকবে। বিএমসি সাফ জানিয়েছে মদের দোকানকে তারা অত্যাবশ্যকীয় পণ্যের দোকান বলে মনে করছে না। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা