পিপিএফ, কিষাণ বিকাশ পত্র, এনএসসি, সুকন্যা সমৃদ্ধি প্রকল্পের মত স্বল্প সঞ্চয় প্রকল্প। অথবা রেকারিং ডিপোজিট ও টার্ম ডিপোজিটের মত মধ্যবিত্তের দীর্ঘদিনের ভরসার লগ্নির ওপর এবার সরাসরি কোপ বসাল কেন্দ্র। কমিয়ে দিল এসব স্বল্প সঞ্চয়ে সুদের হার। ২০ বেসিস পয়েন্ট সুদ কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। নতুন বছরে আগামী জানুয়ারি থেকে মার্চ ত্রৈমাসিকের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে। অর্থাৎ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকের ক্ষেত্রে এই নয়া সুদের হার কার্যকর হচ্ছে।
০.২ শতাংশ করে সুদ কমার পর সুদের নতুন হার দাঁড়াল পিপিএফ ও এনএসসি-তে ৭.৬ শতাংশ। কিষাণ বিকাশ পত্রে ১১ মাসে ম্যাচিওরিটি প্রকল্পে ৭.৩ শতাংশ। সুকন্যা সমৃদ্ধি প্রকল্পে সুদের হার কমে হল ৮.১ শতাংশ। তবে সেভিংসে সুদের হার ৪ শতাংশই রাখা হয়েছে। এছাড়া ৫ বছরের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে সুদের হার আপাতত অপরিবর্তিতই থাকছে। যেমন এতদিন ৮.৩ শতাংশ সুদ এই প্রকল্পে মিলছিল, আগামী দিনেও তাই মিলবে।
এদিকে মধ্যবিত্ত মানুষজনের কাছে স্বল্প সঞ্চয় প্রকল্পই কার্যত ভরসা। কষ্টার্জিত উপার্জন বাড়িয়ে নেওয়ার উপায়। সেখানেই এবার খাঁড়ার কোপ বসিয়ে দিল কেন্দ্র।