সরকারি কর্মচারিদের দিওয়ালীর উপহার দিল কেন্দ্র
কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের জন্য দিওয়ালীতে দারুণ সুখবর শোনাল কেন্দ্রীয় সরকার। এদিন ঘোষণার সঙ্গে সঙ্গেই কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়।
লক্ষ্মীপুজোর পরদিনই লক্ষ্মীলাভ হল কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের। কেন্দ্রীয় ঘোষণায় বেজায় খুশি তাঁরা। কেন্দ্র এদিন কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণা করেছে যা ডিএ নামেই বেশি পরিচিত।
৩ শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। ৪৭.১৪ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারি এতে উপকৃত হবেন। সেইসঙ্গে ৬৭.৬২ লক্ষ পেনশনভোগীর জন্য ডিয়ারনেস রিলিফ বা ডিএফ ঘোষণা করেছে কেন্দ্র। তাঁরাও ওই ৩ শতাংশ বৃদ্ধিই ভোগ করবেন।
১ জুলাই থেকে এই ডিএ বৃদ্ধি কার্যকর হতে চলেছে। ফলে বিগত মাসের বর্ধিত ডিএ এরিয়ার হিসাবে সকলে পেয়ে যাবেন।
সামনেই দিওয়ালীর জন্য প্রস্তুত হচ্ছে গোটা দেশ। এত বড় উৎসবের আগে এই ঘোষণাকে কার্যত কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের জন্য দিওয়ালীর উপহার হিসাবে দেখছেন সকলে।
করোনার সময় ৩ বার ডিএ বৃদ্ধি থেকে বঞ্চিত হয়েছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মচারিরা। সেই ধাক্কা এবার কার্যত পুষিয়ে দিচ্ছে কেন্দ্র।
বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভা এই ডিএ বৃদ্ধির বিষয়ে সবুজ সংকেত দেয়। তারপরই কেন্দ্রের তরফে এই ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করা হয়। এই ডিএ বৃদ্ধির জেরে কেন্দ্রের বছরে আরও ৯ হাজার ৪৮৮ কোটি ৭০ লক্ষ টাকা খরচ বাড়ল বলে জানানো হয়েছে।
এদিকে ডিএ বৃদ্ধিতে মুখের হাসি চওড়া হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের। তাঁরা দিওয়ালী উপহার পেয়ে বেজায় খুশি। খুশি পেনশনভোগীরাও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা