এবার সাধারণ দোকানেও বেচা যাবে ওয়াইন, পথ খুলল দেশের একটি রাজ্য
ওয়াইন কিনতে হলে চাল, ডাল, তেল, মশলা কেনার সঙ্গে একই দোকান থেকে কেনা যায়না। এজন্য বিশেষ লাইসেন্স প্রাপ্ত দোকান লাগে। দেশের একটি রাজ্য সেই বাধা তুলল।
ওয়াইন যেকোনও দোকানেই কিনতে পারা যায়না। কিন্তু ভারতে এমন সুযোগ নিয়ন্ত্রিতভাবে আনে মধ্যপ্রদেশ সরকার। এবার তাদের দেখানো পথ অনুসরণ করে আরও বৃহত্তরভাবে উদারপন্থী পথে হাঁটল মহারাষ্ট্র সরকার।
বৃহস্পতিবার মহারাষ্ট্রের জোট সরকার সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্রে আগামী দিনে সুপারমার্কেট বা সাধারণ দোকানেও বিক্রি করা যাবে ওয়াইন। যদিও তার জন্য কয়েকটি শর্ত মানতে হবে।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এদিন মন্ত্রিসভার বৈঠক করেন। সেখানেই সিদ্ধান্ত গৃহীত হয় যে আগামী দিনে মহারাষ্ট্রের যে কোনও সুপারমার্কেটেই ওয়াইন বিক্রি করা যাবে। সাধারণ দোকানেও যাবে।
তবে সেই সাধারণ দোকান বা সুপারমার্কেটের পরিসর হতে হবে ১ হাজার বর্গফুটের বেশি। বোতলগুলি সিল অবস্থায় বিক্রি করতে হবে। আলাদা সেলফ করতে হবে ওয়াইনের জন্য।
ওয়াইন বিক্রি করতে চাইলে মহারাষ্ট্র সরকারকে বছরে ৫ হাজার টাকার একটি লাইসেন্স ফিও গুনতে হবে। তাছাড়া যে ওয়াইন এভাবে খোলা বাজারে বিক্রি করা যাবে তা তৈরি হতে হবে মহারাষ্ট্রেই।
প্রসঙ্গত মহারাষ্ট্রের নাসিক জেলাতেই ভারতের ৮০ শতাংশ ওয়াইন প্রস্তুত হয়। আহমেদনগর, সাঙ্গলি, পুনে, সোলাপুর ও বুলধানা, এই জায়গাগুলিতেই রয়েছে অধিকাংশ ওয়াইন তৈরির কারখানা। দেশে ওয়াইনের বাৎসরিক ব্যবসার অঙ্ক ১ হাজার কোটি টাকা। যার দুই তৃতীয়াংশ রাজস্বই এনে দিচ্ছে মহারাষ্ট্র।
এদিকে মহারাষ্ট্র সরকারের এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছে বিরোধী বিজেপি। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ জানিয়েছেন তাঁরা চান না মহারাষ্ট্র একটি ‘মদ্য-রাষ্ট্র’ তৈরি হোক। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা