বিশ্বের কুখ্যাত বাজারের তালিকায় জায়গা হল কলকাতার বাজারের
বিশ্বের কুখ্যাত বাজার কোনগুলি? তার একটি তালিকা প্রকাশ করেছে মার্কিন ট্রেড রিপ্রেজেনটিটিভ বা ইউএসটিআর। সেই তালিকায় জায়গা হল কলকাতার একটি বাজারের।
মার্কিন ট্রেড রিপ্রেজেনটিটিভ বা ইউএসটিআর বিশ্বের কুখ্যাত বাজারগুলির একটি তালিকা প্রকাশ করেছে। যে তালিকায় অনেক বাজারের নাম রয়েছে। কেন রয়েছে তাও পরিস্কার করে দেওয়া হয়েছে। সেই তালিকায় ভারতের ৩টি প্রধান শহরের ৩টি বাজারের জায়গা হয়েছে।
মুম্বই শহরের হীরা পান্না নামে বাজারের বিরুদ্ধে অভিযোগ এখানে নামী সংস্থার বহুমূল্য ঘড়ি, জুতো বা প্রসাধনীর জাল বিক্রি হয়। অর্থাৎ নাম থাকে ওই সংস্থার, দেখে বোঝার উপায় নেই তা ওই নামী সংস্থার নয়। কিন্তু তা আদপে জাল করে বানানো।
এই তালিকায় জায়গায় হয়েছে দিল্লির বিখ্যাত পালিকা বাজারেরও। দিল্লির এই মাটির তলার বাজারের বিরুদ্ধে অভিযোগ এখানেও নামী সংস্থার ঘড়ি, প্রসাধনী, মোবাইলের আনুষঙ্গিক জিনিসপত্র ও চোখের সাজসজ্জার নকল বিক্রি হয়। যা দেখে বোঝার উপায় নেই, কিন্তু তা আসল সংস্থার নয়।
এই তালিকায় ভারতের আরও একটি শহরের বাজার ঢুকেছে। আর সেটা হল কলকাতা। কলকাতার খিদিরপুরের ফ্যান্সি মার্কেটকে এই তালিকায় যুক্ত করেছে ইউএসটিআর।
ফ্যান্সি মার্কেটের বিরুদ্ধে অভিযোগ হল নামী সংস্থার প্রসাধনী ও পোশাক এখানে নকল করে বিক্রি হয়। অনেকে এখান থেকে নামী সংস্থার প্রসাধনী ভেবে যা কিনে নিয়ে যান তা আদপে নকল। আর তার জেরে তাঁদের নানা ধরনের ত্বকের সমস্যার শিকার হতে হয়।
এ বিষয়ে সতর্কও করা হয়েছে। যদিও কলকাতায় বসবাসকারী অনেকের মনে এমন একটা ধারনা ফ্যান্সি মার্কেট সম্বন্ধে আগেও ছিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা