
কংগ্রেস বিধায়ক মানস ভুঁইয়ার আগাম জামিনের আর্জি খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিধানসভা নির্বাচন চলাকালীন সবংয়ে খুন হন তৃণমূলের স্থানীয় নেতা জয়দেব রাণা। এই ঘটনায় মানস ভুঁইয়া, তাঁর ভাই বিকাশ ভুঁইয়া সহ ২২ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। সেই মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আপীল করেন মানসবাবু। যদিও মামলা ও কেস ডায়েরির গুরুত্ব বিবেচনা করে মানস ভুঁইয়ার এই আবেদনের বিরুদ্ধে জোড়াল সওয়াল করেন সরকারি আইনজীবী মনোজিৎ সিংহ। দু’পক্ষের বক্তব্য শোনার পর এদিন মানস ভুঁইয়ার আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট।