
বদলি হচ্ছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর। তাঁর জায়গায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে অস্থায়ীভাবে নিযুক্ত করা হচ্ছে গিরিশচন্দ্র গুপ্তকে। চেল্লুর যাচ্ছেন বম্বে হাইকোর্টে। ২৪ অগাস্টের মধ্যে এই পুরো প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি হন মঞ্জুলা চেল্লুর। এর আগে কর্ণাটক হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি হিসাবেও কাজ করেছেন তিনি। তাঁর বলিষ্ঠ বিচার ক্ষমতার জন্য বিভিন্ন সময়ে প্রশংসিত হয়েছেন তিনি।