হাইকোর্টের নির্দেশে প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে আর কোনও বাধা রইল না রাজ্য সরকারের। তবে শর্তসাপেক্ষে হবে এই নিয়োগ। কারণ বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি সিদ্ধার্থ চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ স্পষ্ট করে দিয়েছে মামলা মামলার মত চলবে। রাজ্য সরকারও নিয়ম মেনে প্রাথমিকে নিয়োগ চালিয়ে যেতে পারবে।
তবে মামলার ভবিষ্যতের ওপর নির্ভর করবে নতুন এই শিক্ষকদের ভবিষ্যৎ। প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পর তাকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন জনৈকা রীতা হালদার। সেই মামলা মামলার মতই চলবে বলে এদিন জানিয়ে দিয়েছে আদালত।