কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে তাঁদের কিছু করার নেই। কিন্তু কেন্দ্র কি জানে যে মাত্র ২ হাজার টাকায় আজকের দিনে কী হয়? আটার কেজি কত তা কি তাদের জানা আছে? একজন মানুষ যিনি দিনে ১০০-২০০ বা ৩০০ টাকা রোজগার করেন তাঁর পক্ষে কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা সম্ভব? আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে গেলেও একজন মানুষকে কতটা হয়রানির শিকার হতে হয় তাও কি তাদের জানা আছে? এদিন কিন্তু একটি মামলার প্রেক্ষিতে এই প্রশ্নগুলোই তুলে দিল কলকাতা হাইকোর্ট।
একইভাবে মোদী সরকার সুপ্রিম কোর্টেও ব্যাকফুটে। সুপ্রিম কোর্টে কেন্দ্রের তরফে আবেদন করা হয় যেহেতু নোট বাতিল প্রসঙ্গটি নিয়ে শীর্ষ আদালতে মামলা রয়েছে তাই দেশের অন্যান্য হাইকোর্টগুলিতে হওয়া মামলাগুলি নাকচ করে দেওয়া হোক। কিন্তু এদিন সেই আবেদন না মঞ্জুর করে শীর্ষ আদালত সাফ জানিয়েছে বিভিন্ন হাইকোর্টে বিভিন্ন বিষয়কে সামনে রেখে নোট বাতিল সংক্রান্ত মামলা হয়েছে। সবকটি মামলা ওভাবে নাকচ করা তাদের পক্ষে সম্ভব নয়।