নারদ মামলায় কলকাতা হাইকোর্টের মন্তব্যে অস্বস্তি বাড়ল তৃণমূলের। শুক্রবার এই মামলার শুনানিতে হাইকোর্টের অস্থায়ী প্রধান বিচারপতি নিশীথা মাত্রে সাফ জানান, নারদ মামলায় যা তথ্য প্রমাণ রয়েছে তা তদন্তের দাবি রাখে। কিন্তু সেই তদন্ত রাজ্য পুলিশকে দিয়ে হবেনা। তদন্ত করাতে হবে কোনও নিরপেক্ষ সংস্থাকে দিয়ে। এর আগে শুনানিতে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল দাবি করেন, টাকা চাওয়ার প্রমাণ নারদ ভিডিওতে অমিল। পাল্টা প্রধান বিচারপতি জানান, বঙ্গারু লক্ষ্মণের মামলাতেও সরাসরি টাকা চাওয়ার প্রমাণ পাওয়া যায়নি। তা সত্ত্বেও তা ঘুষের মামলা বলেই বিবেচ্য হয়েছিল। এদিকে হাইকোর্টের এদিনের বক্তব্যের পর নারদে সিবিআই তদন্তের সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।