২৪ ঘণ্টার মধ্যে নারদ মামলার যাবতীয় নথি ও স্টিং অপারেশনের ফুটেজ সিবিআইকে আদালত থেকে সংগ্রহ করতে হবে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে নারদ মামলা নিয়ে প্রাথমিক রিপোর্ট আদালতে জমা দিতে হবে সিবিআইকে। এদিন নারদ মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে এমনই জানালেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নীশিথা মাত্রে ও বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। ২ বিচারপতি সাফ জানান, নারদ মামলার স্টিং ফুটেজ বিকৃত নয়। কিন্তু রাজ্য পুলিশ সঠিকভাবে মামলার তদন্ত করেনি। ফুটেজে বর্ধমানের পুলিশ সুপার এসএমএইচ মির্জাকে অবিলম্বে সাসপেন্ড করে তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরুরও নির্দেশ দিয়েছে আদালত। গত বছর রাজ্যে বিধানসভা নির্বাচনের আগেই নারদ স্টিং ফুটেজ সামনে আসে। যদিও সেখানে যাঁদের দেখা গিয়েছিল তাঁরা সকলেই ঘুষ নেওয়ার কথা অস্বীকার করেন। রাজ্য সরকার তদন্তও শুরু করে। এদিকে নারদ নিয়ে হাইকোর্টে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়। সেই মামলা এদিন অন্য মোড় নিল। এদিকে নারদ মামলার সিবিআই তদন্তের নির্দেশে কার্যতই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। কলকাতা পুলিশকে এই মামলায় যথাযথ তদন্ত করতেই দেওয়া হয়নি বলে দাবি করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন কলকাতা হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার ও তাঁর দল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে। নারদ মামলার সিবিআই তদন্তের নির্দেশের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী এদিন অন্য একটি প্রশ্নও তুলেছেন। তাঁর প্রশ্ন এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ আদালত দেবে কিনা তা আগে থেকে বিজেপি রাজ্য সভাপতি কি করে জানলেন? এদিন নবান্নে এই প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী।