সঙ্গীতশিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্যের গাড়ির চালক অর্ণব রাওকে জামিনে মুক্তি দিল কলকাতা হাইকোর্ট। তাও আবার মাত্র ৩ মিনিটের শুনানিতে। অথচ তার আগে ৬৪ দিন জেলে কাটাতে হয়েছে তাঁকে। এখানেই প্রশ্ন তুলেছেন খোদ অর্ণব। মায়ের মাধ্যমে তিনি কদিন আগেই প্রশ্ন তুলেছিলেন যে তাঁর মত একই অপরাধ করার পর যদি অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়কে পুলিশ গ্রেফতারই না করে, তাহলে তিনি কী অপরাধ করেছেন যে তাঁকে ৬৪ দিন জেলে আটকে রাখা হয়েছে? আইন স্থান ও ব্যক্তি বিশেষে আলাদা হয় কিনা সে প্রশ্নও তুলে কার্যত পুলিশ ও আইন বিভাগকে অস্বস্তিতে ফেলে দেন অর্ণব। কারণ গাড়ি দুর্ঘটনায় মডেল সনিকা সিং চৌহান যে গাড়িতে সফর করছিলেন সেই গাড়ির স্টিয়ারিং ছিল বিক্রমের হাতে। তেমনই ছিল কালিকাপ্রসাদের গাড়ির চালক অর্ণবের। অর্ণবের সেদিনের প্রশ্ন আমজনতার মনেও একই প্রশ্ন তুলে দিয়েছিল। তারপরই এদিন হাইকোর্ট অর্ণব রাওয়ের জামিনের আর্জি মেনে তাঁকে ১০ হাজার টাকার বন্ডে জামিনে মুক্তি দিয়েছে। তবে তাঁকে তদন্তকারী আধিকারিকের সামনে সপ্তাহে একদিন করে হাজিরা দিতে হবে।