বাবা সরকারি কর্মচারি হলে তিনি কর্মরত অবস্থায় মারা গেলে এতদিন সেই চাকরি পেতেন অবিবাহিতা মেয়ে। এই অধিকার সুনিশ্চিত করা হলেও মেয়ে বিবাহিতা হলে আর সেই চাকরি জুটত না। কিন্তু এবার থেকে বিবাহিতা মেয়েরাও এই সুযোগ পাবেন। বীরভূমের জনৈকা পূর্ণিমা দাসের করা মামলার প্রেক্ষিতে এই রায় দিল কলকাতা হাইকোর্ট। ফলে এবার থেকে বাবা সরকারি কর্মচারি হিসাবে কর্মরত অবস্থায় গত হলে তাঁর বিবাহিতা মেয়েও বাবার চাকরি পাবেন।
মহিলাদের অধিকার নিয়ে সুপ্রিম কোর্ট তিন তালাক নিষিদ্ধ করার মত যুগান্তকারী রায়ের পর এদিনের কলকাতা হাইকোর্টের রায় আর এক যুগান্তের সূচনা করল।