দশমীতে সন্ধে ৬টা পর্যন্ত, একাদশীতে কোনও ভাসান নয়। এটাই ছিল রাজ্য সরকারের নির্দেশ। কিন্তু বেশ কিছু বারোয়ারি দশমীতে সময়সীমা বাড়ানোর আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা করে। সেই মামলায় হাইকোর্টের প্রধান বিচারপতি নিশীথা মাত্রে ও বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, দশমীর দিন সন্ধে ৬টা নয়, রাত ১০টা পর্যন্ত ভাসান দেওয়া যাবে।
অবশ্যই বিসর্জনের এই সময়সীমা বৃদ্ধিতে মামলাকারীদের বক্তব্য এই সময়সীমা আরও কিছুটা বাড়িয়ে রাত দেড়টা করা হোক। কারণ পঞ্জিকা অনুসারে ঠাকুর বিসর্জনের জন্য বার করতে গেলে সময়সীমা বাড়া জরুরি। এই আর্জি নিয়ে এখনই কিছু না বললেও এটা সম্ভব কিনা তা সরকারি আইনজীবীর কাছে জানতে চেয়েছে আদালত। আদালতকে সেকথা আগামী সোমবার জানাতে হবে।