
নারদ নিউজের এডিটর ম্যাথু স্যামুয়েলকে নোটিস পাঠাল কলকাতা হাইকোর্ট। স্টিং কাণ্ডের তদন্ত চেয়ে হাইকোর্টে তিনটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। সেই মামলার প্রেক্ষিতেই আগামী মঙ্গলবার তাঁকে তলব করা হয়েছে। তৃণমূলের একাধিক নেতাকে ঘুষ দেওয়ার ছবি গোপন ক্যামেরায় তুলে তা তারা ওয়েবসাইটে দেখিয়েছে বলে দাবি করেছে নারদ নিউজ। যদিও সে ছবি ভুয়ো না সঠিক তা এখনও পরীক্ষা সাপেক্ষ। ছবি সম্পূর্ণ সত্য বলেই দাবি করেছেন ম্যাথু স্যামুয়েল। অন্যদিকে তৃণমূলের দাবি, গোটা বিষয়টাই সাজানো। তাদের বিরুদ্ধে কুৎসা রটানোর জন্যই এটা করা হয়েছে। ঘটনার তদন্ত চেয়ে হাইকোর্টে তিনটি জনস্বার্থ মামলা দায়ের হয়। সেই মামলায় ম্যাথু স্যামুয়েলকে তলব করল আদালত।