বৃহস্পতিবার শেষ হল পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে মামলার শুনানি পর্ব। বিচারপতি সুব্রত তালুকদারের সিঙ্গল বেঞ্চ সবপক্ষের বক্তব্য শুনেছেন। আগামী শুক্রবার বিকেলে এই মামলার রায় দেবেন বিচারপতি। বিকেল সাড়ে ৪ টেয় রায়দানের কথা রয়েছে। এদিন অবশ্য সওয়াল জবাবের পর সব পক্ষই আশাবাদী। তবে সকলেই মনে করছেন রায় যাই হোক ভোট ১ মে হওয়া মুশকিল। এদিকে আবার রাজ্য সরকার জানিয়ে দিয়েছে বর্ষায় ভোট করা প্রায় অসম্ভব।
যা পরিস্থিতি তাতে ভোটের দিন যদি আদৌ পিছয় তবে ভোটের দিনক্ষণ কবে হবে তা পরিস্কার করে বোঝা মুশকিল। এদিকে আবার বাম শ্রমিক সংগঠনগুলি আদালতকে জানিয়েছে ১ মে থেকে ৩ দফায় যে পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হয়েছে তা মে দিবসের দিন থেকে শুরু। কিন্তু তাঁরা চান ওদিন শ্রমিক দিবস পালিত হোক। ভোট নয়।