পঞ্চায়েত ভোটে রাজ্য নির্বাচন কমিশনের কাজে হস্তক্ষেপ করা হবে না। একথা এদিন স্পষ্ট করে দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের ডিভিশন বেঞ্চ। পাশাপাশি রাজ্য নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছে হাইকোর্ট। কার্যত খোলাখুলিই এদিন ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় কমিশনের নিরপেক্ষতা প্রশ্নাতীত নয়। রাজ্য নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা হয়েও যদি নিরপেক্ষতার সঙ্গে কাজ না করে তবে মানুষ কাকে বিশ্বাস করবে? কমিশন গত ২০ এপ্রিলের সিঙ্গল বেঞ্চের রায়কেও গুরুত্ব দেয়নি বলে পর্যবেক্ষণে জানিয়েছে ডিভিশন বেঞ্চ।
পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন বৃদ্ধির বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে কংগ্রেসের করা মামলার প্রেক্ষিতে এদিন ডিভিশন বেঞ্চ জানায়, আদালত নির্বাচনে হস্তক্ষেপ করবে না ঠিকই, কিন্তু এদিন যে পর্যবেক্ষণ তাঁরা দিলেন তা রাজ্য নির্বাচন কমিশনের জন্য একটি ‘ঘুম ভাঙানি ঘণ্টা’। কমিশন দায়িত্ব পালনে ব্যর্থ হলে আদালত তা মনে করিয়ে দেবেই।
এই রায়ের পাশাপাশি হাইকোর্ট রাজনৈতিক দলগুলিকেও জানিয়ে দেয় ডিভিশন বেঞ্চের এদিনের পর্যবেক্ষণ তাঁরা কোনও প্রচারের কাজে ব্যবহার করতে পারবে না। আদালতের কোনও বক্তব্য কোনও ব্যক্তিও রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে পারবেন না।