দুর্গাপুজোয় রাজ্যের ২৮ হাজার পুজো কমিটিকে ১০ হাজার টাকা করে যে সরকারি অনুদান দেওয়ার ঘোষণা হয়েছিল তাকে চ্যালেঞ্জ করে মামলায় কার্যত সরকারেরই জয় হল। হাইকোর্ট সরকারের কাছে কিছু বিষয়ের উত্তর চেয়ে ওই অনুদানে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে গত সপ্তাহে। এদিন সেই স্থগিতাদেশ তুলে নিল হাইকোর্ট। সেইসঙ্গে আদালত সাফ জানিয়ে দিল এই বিষয়ে আদালত কোনও হস্তক্ষেপ করবে না। সরকারি অনুদান সরকার দিতে পারে। এ বিষয়ে আদালতের হস্তক্ষেপের কোনও সংস্থান আইনে নেই।
রাজ্যের ২৮ হাজার পুজো কমিটিকে ১০ হাজার টাকা করে অনুদানের কথা ঘোষণা করেছিল সরকার। সেই ঘোষণার বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। এদিন সেই মামলায় সরকারের জয় হল। যদিও মামলাকারীরা হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যেতে পারেন বলেই খবর।