Kolkata

বিজেপির বড় ধাক্কা, ৯ জানুয়ারির আগে রথযাত্রা নয়, জানাল কলকাতা হাইকোর্ট

সূচি অনুযায়ী রাত পোহালেই ছিল কোচবিহার থেকে বিজেপির প্রথম রথযাত্রার উদ্বোধন। কিন্তু তার আগেই রথযাত্রাকে কেন্দ্র করে বড় ধাক্কা খেল বিজেপি। বিজেপির রথযাত্রার আর্জি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। আদালত এদিন জানিয়ে দিল রাজ্য জুড়ে এত বড় মাপের আয়োজন সম্পূর্ণ করতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে এত কম সময় যথেষ্ট নয়। এত কম সময়ে নিরাপত্তা সুনিশ্চিত করাও সম্ভব নয়। তাই এই রথযাত্রার অনুমতি আদালত দিচ্ছে না। আপাতত স্থগিত থাকছে রথযাত্রা। আগামী ৯ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। তার আগে কোনও রথযাত্রায় আদালত অনুমতি দিচ্ছেনা।

প্রসঙ্গত এই রথযাত্রায় অনুমতি দেয়নি পুলিশ। যদিও সেসব উপেক্ষা করেই বিজেপি নেতৃত্ব জানিয়ে দেয় রথযাত্রা হচ্ছেই। এদিন অবশ্য ২ পক্ষের আইনজীবীর সওয়াল জবাব শেষে আদালত জানিয়ে দেয় আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব রাজ্য সরকারের। সেখানে এমন একটা মিছিল করতে গেলে তা সুষ্ঠুভাবে হওয়া প্রয়োজন। এই রথযাত্রা করতে গিয়ে যদি কোনও কারণে অশান্তি ছড়ায়, একজনেরও মৃত্যু হয়, তবে তার দায় কে নেবে সে প্রশ্ন তোলেন বিচারপতি।


কোচবিহারে শুক্রবার ছিল রথযাত্রা শুরুর দিন। সেই উপলক্ষে ইতিমধ্যেই সেখানে উপস্থিত বিজেপির তাবড় নেতৃত্ব। রথযাত্রার সূচনা করার কথা বিজেপি সভাপতি অমিত শাহের। থাকার কথা ছিল ত্রিপুরার মুখ্যমন্ত্রী সহ বিজেপির অনেক নেতার। এই অবস্থায় ঠিক আগের দিন এমন ধাক্কায় অবশ্যই বিচলিত বিজেপি নেতৃত্ব। ইতিমধ্যেই এই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাওয়ার কথা চিন্তা ভাবনা করা শুরু করেছে তারা।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button