রথযাত্রা নিয়ে দমবন্ধ অবস্থার অবসান। কলকাতা হাইকোর্ট বিজেপিকে রাজ্য জুড়ে তাদের রথযাত্রা কর্মসূচি পালনের অনুমতি দিয়েছে। তবে শর্তসাপেক্ষে। বিচারপতি তপোব্রত চক্রবর্তী জানিয়েছেন, বিজেপি রথযাত্রা বা গণতন্ত্র বাঁচাও যাত্রা করতে পারে। তবে এই রথযাত্রার জেরে যদি কোনও অবাঞ্ছিত ঘটনা ঘটে বা সরকারি সম্পত্তির ক্ষতি হয় তবে তার দায়িত্ব বিজেপিকেই নিতে হবে। এছাড়া আদালত জানিয়ে দিয়েছে রথযাত্রা যে যে জেলার ওপর দিয়ে যাবে, সেসব জেলার পুলিশ সুপারকে ১২ ঘণ্টা আগে রথযাত্রা সম্বন্ধে বিস্তারিত জানাতে হবে বিজেপিকে। পুলিশকেও রথযাত্রা চলাকালীন আইনশৃঙ্খলা বজায় রাখতে যথেষ্ট পুলিশি বন্দোবস্ত রাখার নির্দেশ দিয়েছে আদালত।
এর আগে কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারকে রথযাত্রা নিয়ে তাদের সিদ্ধান্ত বিজেপিকে জানাতে নির্দেশ দেয়। রাজ্য সরকার চিঠি দিয়ে জানিয়ে দেয় তারা রথযাত্রার অনুমতি দিতে পারছেনা। কারণ তাদের কাছে গোয়েন্দা সূত্রের খবর রয়েছে যে এই রথযাত্রা হলে রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে। হিংসা ছড়াতে পারে। বিজেপি রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ফের গত ১৭ ডিসেম্বর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। নতুন করে তারা ২২, ২৪ ও ২৬ ডিসেম্বর রথযাত্রার অনুমতি চায়। সেই আবেদনের প্রেক্ষিতেই এদিন এই রায় দিল কলকাতা হাইকোর্ট।
রাজ্য বিজেপির তরফে এই রায়কে স্বাগত জানানো হয়েছে। এই রায়কে গণতন্ত্রের জয় বলে ব্যাখ্যা করেছে বিজেপি নেতৃত্ব। রাজ্য সরকার এই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যেতে পারে বলেই খবর।