গত বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ বিজেপিকে রাজ্যে শর্তসাপেক্ষে রথযাত্রার নির্দেশ দেয়। সেইমত দ্রুত রথযাত্রার তোড়জোড় শুরু করে রাজ্য বিজেপি। এদিকে এই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার এদিন ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়। ডিভিশন বেঞ্চ এদিন সেই রায় পুনর্বিবেচনার জন্য ফের সিঙ্গল বেঞ্চের কাছে পাঠিয়ে দিল। ডিভিশন বেঞ্চ জানিয়েছে এই রায় দেওয়ার সময় মুখবন্ধ খামে পেশ করা রাজ্যের বিভিন্ন জেলার গোয়েন্দা রিপোর্ট ও পুলিশের রিপোর্ট খতিয়ে দেখেনি সিঙ্গল বেঞ্চ। সেগুলি পড়ে দেখেই রায় সামনে আসা উচিত। তাই তা পুরো পড়ে রায় দানের জন্য এই মামলা ফের সিঙ্গল বেঞ্চে পাঠিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
এর ফলে বিজেপির রথযাত্রা ফের বিশ বাঁও জলে চলে গেল। কবে রথযাত্রা হবে তা পরিস্কার নয়। তবে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন তাঁরা তাঁদের গণতন্ত্র বাঁচাও যাত্রা বা রথযাত্রা নিয়ে আদালতের নির্দেশর জন্য অপেক্ষা করবেন। তার আগে রাজ্যে জেলায় জেলায় গণতান্ত্রিক পদ্ধতিতে তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে। আইন অমান্য কর্মসূচি পালন করা হবে।