বেনজির ঘটনার সাক্ষী রইল কলকাতা হাইকোর্ট। দুই বিচারপতির তুমুল ঝগড়াকে ঘিরে এদিন দিনভরই সরগরম রইল হাইকোর্ট চত্বর। বিবেকানন্দ উড়ালপুল কাণ্ডে গত ২০ মে ধৃত ১০ জনের জামিন নামঞ্জুর করে বিচারপতি অসীমকুমার রায় ও বিচারপতি সি এস কারনানের ডিভিশন বেঞ্চ। কিন্তু শুনানির ১৮ দিন পর এদিন জামিনের পক্ষে সওয়াল করেন বিচারপতি কারনান। এতে বেজায় চটে যান বিচারপতি অসীম রায়। ১৮ দিন পর হঠাৎ জামিনের প্রসঙ্গ উঠছে কেন তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। কারনান জানান, পড়াশোনা করে তাঁর মনে হয়েছে জামিন হওয়া উচিত। এরপরই দুজনের মধ্যে তুমুল তর্ক শুরু হয়ে যায়। উত্তেজনা এতটাই চরম পর্যায়ে পৌঁছয় যে দুই বিচারপতিই ঘর থেকে বেরিয়ে যান। বিচারপতি অসীম কুমার রায়ের বক্তব্য, এই দাবি শুধু বিচার ব্যবস্থা নয়, তাঁর জন্যও অপমানজনক। এজন্য তিনি পদত্যাগ করতেও প্রস্তুত। এদিকে বিকেলে সব বর্ষীয়ান আইনজীবীদের নিয়ে বৈঠকে বসে বার অ্যাসোসিয়েশন। সেখানেই সিদ্ধান্ত হয় বিচারপতি কারনানের এজলাস আগামী দিনে বার অ্যাসোসিয়েশন বয়কট করবে। এদিকে এদিনের ঘটনার পর হাইকোর্টের প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর বিচারপতি অসীমকুমার রায় ও বিচারপতি সি এস কারনানের ডিভিশন বেঞ্চ ভেঙে দেন।
Read Next
Kolkata
November 19, 2024
বরসহ বরযাত্রীদের বিবাহবাসরে পৌঁছতে অভিনব সাহায্য রেলের
November 19, 2024
বরসহ বরযাত্রীদের বিবাহবাসরে পৌঁছতে অভিনব সাহায্য রেলের
October 29, 2024
আকাশে মেঘের আনাগোনা, কালীপুজো কি বৃষ্টিতে ভাসবে, মিলল পূর্বাভাস
October 16, 2024
আকাশে মেঘ, কোজাগরী লক্ষ্মীপুজো কি বৃষ্টিতে ভাসবে, কি বলছে আবহাওয়া দফতর
October 9, 2024
আরও বেশি শক্তিশালী হল ভারতীয় নৌসেনা, সৌজন্যে বাংলার সংস্থা
Related Articles
Leave a Reply