কোনও বাজিই পোড়ানো যাবেনা, নিষেধাজ্ঞা জারি করে জানাল হাইকোর্ট
কালীপুজো বা দিওয়ালীতে এবারও পোড়ানো যাবেনা কোনও বাজি। শব্দ বাজি বা সবুজ বাজি, কিছুই নয়। শুক্রবার এমনই জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট।
কালীপুজো, দিওয়ালী বা কোনও উৎসবকে সামনে রেখেই এখন বাজি পোড়ানো যাবেনা। এ রাজ্যে বাজি পোড়ানো নিষিদ্ধ। শুক্রবার এমনই জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট।
আদালত জানিয়েছে, মানুষের বাঁচার অধিকার মৌলিক অধিকারের মধ্যে পড়ে। এখন যেভাবে করোনা বাড়ছে তাতে যেসব মানুষের শ্বাসের সমস্যা রয়েছে বাজি পোড়ানো হলে তাঁদের তা বাড়তে পারে। ফলে সেই বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখে কিছু ক্ষুদ্র স্বার্থ বিসর্জন দিতে হবে।
এবার রাজ্যে বাজি পোড়ানো যাবে না। কোনও বাজির দোকান দেওয়াও যাবে না। বাজি বিক্রিও করা যাবেনা। আর তা নিশ্চিত করবে রাজ্যসরকার।
হাইকোর্টের এই রায়ের আগে স্থির ছিল এবার বাজি পোড়ানো যাবে। তবে কেবলমাত্র পরিবেশ বান্ধব সবুজ বাজিই পোড়ানো যাবে। বাজি বাজার কোথায় বসবে তাও স্থির হয়ে গিয়েছিল।
এবার বাজি বাজার বসার কথা ছিল সিঁথির সার্কাস ময়দানে। বাজি পোড়ানোর সময়ও বেঁধে দিয়েছিল রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ।
পর্ষদের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল কালীপুজো, দিওয়ালীতে সবুজ বাজি পোড়ানো যাবে ঠিকই, তবে তা পোড়ানো যাবে রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত। ওই ২ ঘণ্টাই বরাদ্দ।
সেইমত প্রস্তুতিও শুরু করে দিয়েছিলেন বাজি ব্যবসায়ীরা। কিন্তু সে সব পরিকল্পনা বাতিল হল হাইকোর্টের রায়ে। বাজি না পোড়ানো গেলেও আলোর উৎসবে প্রদীপ বা মোমবাতি জ্বালানোয় ছাড় দিয়েছে আদালত।