গঙ্গাসাগর মেলায় সবুজ সংকেত হাইকোর্টের, তবে শর্তসাপেক্ষে
গঙ্গাসাগর মেলা কি হবে? এই প্রশ্ন ঘুরছিল মুখে মুখে। অবশেষে কলকাতা হাইকোর্ট এদিন রায় দিল গঙ্গাসাগর মেলা হবে। তবে শর্তসাপেক্ষে করতে হবে মেলার আয়োজন।
দেশে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে। এ রাজ্যেও হুহু করে বাড়ছে সংক্রমণ। এই পরিস্থিতিতে গঙ্গাসাগর মেলা করা কি ঠিক হবে? এই প্রশ্ন সাধারণ মানুষের মুখেও ঘুরছিল।
গঙ্গাসাগর মেলা এই অবস্থায় হওয়া উচিত নয় বলে দাবি করে এক চিকিৎসক কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন। সেই মামলার প্রেক্ষিতে রাজ্যের রায় জানতে চায় আদালত।
রাজ্যকে বিষয়টি নিয়ে বৃহস্পতিবার তাদের মতামত জানাতে বলে আদালত। অবশেষে আদালত শুক্রবার জানিয়ে দিল গঙ্গাসাগর মেলা হচ্ছে। তবে তা করতে হবে শর্তসাপেক্ষে।
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি ডোমা ভুটিয়ার ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় গঙ্গাসাগর মেলা হলেও তা হতে হবে নিয়ন্ত্রিত ভাবে। করোনা বিধি কঠোরভাবে পালন হচ্ছে কিনা তা দেখার জন্য একটি ৩ সদস্যের কমিটিও গঠন করে দিয়েছে আদালত।
যে কমিটিতে থাকবেন রাজ্যের মুখ্যসচিব, বিরোধী দলনেতা এবং রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। এঁরা মেলা প্রাঙ্গণে নজরদারি চালাবেন।
গঙ্গাসাগর মেলায় শুধু এ রাজ্য থেকেই নয়, ভিন রাজ্য থেকেও বহু পুণ্যার্থী হাজির হন পুণ্যস্নান করতে। এজন্য লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়।
এখন যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে সেখানে গঙ্গাসাগরে এত মানুষের জমায়েতে করোনা বাড়তে পারে বলেই আশঙ্কা প্রকাশ করছেন একদল চিকিৎসক।
গঙ্গাসাগর মেলা এবারের জন্য বন্ধ রাখার আবেদনও আসে বিভিন্ন মহল থেকে। তবে সব আশা আশঙ্কায় জল ঢেলে আদালতের নির্দেশ অবশেষে মেলা হচ্ছে।