
রাজ্যে সিন্ডিকেট রমরমা নিয়ে রাজ্য সরকারকে তুলোধোনা করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর। সিন্ডিকেটের দৌরাত্ম্যে সরকারি প্রকল্পও ধাক্কা খাচ্ছে বলে জানান তিনি। এদিন একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে প্রধান বিচারপতি বলেন সিন্ডিকেটের দাদাগিরি রুখতে রাজ্য সরকার ভাল কাজ করলেও তাতে বাস্তবে কাজের কাজ কিছু হচ্ছে না। মুষ্টিমেয় কয়েকটি ক্ষেত্রে ব্যবস্থা হলেও কেন অন্যান্য ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। সিন্ডিকেট রমরমার উদাহরণ দিতে গিয়ে রাজারহাট ও আসানসোলের নাম সামনে আনেন তিনি। তিনি বলেন, সিন্ডিকেটের দাদাগিরির কথা তিনি কারও মুখ থেকে শুনে বলছেন না। নিজে জানেন তাই বলছেন। সিন্ডিকেট রুখতে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা ৩ সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে রাজ্য সরকারকে জানানোর নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। এদিকে শুক্রবারই নিউ টাউন এলাকা থেকে সউফুল ইসলামের সিন্ডিকেট চক্রের অন্যতম খুঁটি জালালুদ্দিন মোল্লাকে গ্রেফতার করে পুলিশ।