
কলকাতা হাইকোর্টে বড় জয় পেল রাজ্য সরকার। ২০০৯ সালের প্রাথমিক শিক্ষক পদে প্রায় ২৮ হাজার শিক্ষক-শিক্ষিকার নিয়োগের সিদ্ধান্ত বহাল রাখল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এদিন সিঙ্গল বেঞ্চের দেওয়া প্যানেল পুনর্বিন্যাসের রায় খারিজ করে বিচারপতি সৌমিত্র পাল ও বিচারপতি মীর দারা শিকোর ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, এতজন শিক্ষক শিক্ষিকা ওই প্যানেলে চাকরি পেয়ে দীর্ঘদিন শিক্ষকতা করছেন। তাঁদের জীবন ও জীবিকা নিয়ে এভাবে ছিনিমিনি খেলা যাবে না। বহাল থাকবে তাঁদের নিয়োগ সিদ্ধান্ত। ২০০৬ সালে বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষা, ২০০৯ সালে প্যানেল তৈরি এবং ২০১০ এ নিয়োগের পর এর বিরুদ্ধে ২০১২ সালে হাইকোর্টের দ্বারস্থ হন পিটিটিআই প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্রছাত্রীরা। তাঁদের দাবি ছিল হাইকোর্টেরই নির্দেশ অনুযায়ী তাঁদের যে অতিরিক্ত নম্বর প্রাপ্য তা না দিয়েই প্যানেল তৈরি হয়েছে। ফলে বাতিল করা হোক ২০০৯-এর প্যানেল। সেই মামলায় হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ পিটিটিআই ছাত্রছাত্রীদের দাবি মেনে প্যানেল পুনর্বিন্যাসের নির্দেশ দেয়। নির্দেশ দেওয়া হয় পিটিটিআই ছাত্রছাত্রীদের অতিরিক্ত নম্বর দিয়ে নতুন প্যানেল বানানোর। এই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার।