
নারদ কাণ্ডের সমান্তরাল তদন্তে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর এদিন সাফ জানান, এই মামলার বেশ কিছু দিক উন্মোচিত হয়েছে। সেগুলি দুপক্ষেরই মন দিয়ে পড়া দরকার। তারপর তা নিয়ে আলোচনা হতে পারে। তার আগে এ নিয়ে কোনও সমান্তরাল তদন্ত চলতে পারেনা। ফলে কলকাতা পুলিশ নারদ নিয়ে যে সমান্তরাল তদন্ত শুরু করেছিল তা আপাতত বন্ধ হয়ে গেল। কলকাতা পুলিশের তরফে নারদের সিইও ম্যাথু স্যামুয়েলকে তলব করলেও তিনি আসছিলেন না। আশঙ্কা করছিলেন কলকাতায় এলে তাঁকে গ্রেফতার করতে পারে কলকাতা পুলিশ। এ নিয়ে হাইকোর্টকেও জানান তিনি। হাইকোর্টের এদিনের নির্দেশের পর তাঁর সেই সমস্যা আর রইল না। এদিকে কলকাতা পুলিশের তদন্তে স্থগিতাদেশ আসলে রাজ্য সরকারের জন্য বড় ধাক্কা বলে মনে করছে রাজনৈতিক মহল।